মন্দির তৈরির জন্য মাটি খুঁড়তেই উঠে এলো পুরানো সিন্দুক
নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া:
মন্দির তৈরির জন্য মাটি খুঁড়তেই উঠে এলো আস্ত একটা পুরানো লোহার বাক্স। ঘটনাটি ঘটেছে উদয়নারায়ণপুরের খিলার শিবনারায়ণচক গ্রামে। এদিন সকালে এলাকার রাধাগোবিন্দ মন্দিরের পুনঃনির্মাণের জন্য মাটি খোঁড়া হতেই উঠে এলো একটি লোহার পুরানো সিন্ধুক।
আর এঘটনা ছড়িয়ে পড়তে ওই এলাকায় এসে পৌঁছায় উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা ও স্থানীয় বিডিও প্রবীর কুমার শিট। তাদের উদ্যোগে উদ্ধার হওয়া ওই সিন্দুকটিকে নিয়ে যাওয়া হয় পেরো থানায়।
এদিকে উদ্ধার হওয়া সিন্ধুকটি ঠিক কত দিনের পুরানো ও তার পুরাতাত্বিক গুরুত্ব জানতে রাজ্যের পুরাতাত্বিক বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর।
তবে বহু চেষ্টা করেও এদিন খোলা যায়নি উদ্ধার হওয়া ওই লোহার সিন্দুকটি।
No comments:
Post a Comment