Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, June 25, 2021

গোবিন্দ হাজরার বাগানবাড়ি থেকে উদ্ধার হলো পিস্তল

 গোবিন্দ হাজরার বাগানবাড়ি থেকে উদ্ধার হলো পিস্তল



নিজেস্ব সংবাদদাতা, হাওড়া: সরকারি সম্পত্তি তছরূপের অভিযোগে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোবিন্দ হাজরাকে গ্রেপ্তার করে লিলুয়া থানার পুলিশ। এর পর তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। 


তাকে জেরা করেই এবার মিললো অস্ত্রের হদিস। বৃহস্পতিবার গোবিন্দ হাজরাকে সঙ্গে নিয়ে তার বাগান বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আর সেই সময়েই তার বাগান বাড়ি থেকে উদ্ধার হয় গুলি, পিস্তল ও সিসিটিভি ক্যামেরা। 


আর এর পরেই গোবিন্দ হাজরার বিরুদ্ধে বেআইনী অস্ত রাখার মামলা শুরু করে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages