বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক
নিজেস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: আগামী ২৬ তারিখ নদীতে ভরা কোটাল। আর সেই কোটালের জেরে জলশ্বাস হতে পারে নদীতে এমনি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর সেই কোটালের আগাম সতর্কতা হিসাবে বৃহস্পতিবার উলুবেড়িয়া-১ নম্বর ব্লক দপ্তরে অনুষ্ঠিত হলো এক উচ্চ পর্যায়ের বৈঠক।
এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র, রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, হাওড়ার জেলা শাসক মুক্তা আয্য, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়, সহ উলুবেড়িয়ার একাধিক বিধানসভার বিধায়কেরা।
মূলত ভরা কোটালের আগে কোন কোন এলাকায় কি কি সমস্যা আছে। পাশাপাশি নদীতে যদি জলস্ফীতি হয় তাহলে তার মোকাবিলা কিভাবে করা হবে তা নিয়েই অনুষ্ঠিত হয় এদিনের এই উচ্চ পর্যায়ের বৈঠক।
No comments:
Post a Comment