Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 5, 2021

পরিবেশ দিবসে দেখা গেল সবুজায়নের সিপাই মহিলারাই

পরিবেশ দিবসে দেখা গেল সবুজায়নের সিপাই মহিলারাই






প্রতিবছর ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day/ WED) পালিত হয়। এটি পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে রাষ্ট্রসংঘ (United Nations) পালন করে। 

প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো অনেকেই করোনা অতিমারীর পর কিছুটা বুঝতে পেরেছেন। শহরের বুকে সবুজায়ন ও গাছ কেটে ফেলার টানাপোড়েন তখন বিরাজমান স্বমহীমায়, তখন বেশ কিছু সচেতন নাগরিক নিজের দায়িত্ব গড়ে তুলেছেন সবুজের সমাহার। কারো বাগান রয়েছে রঙ বেরঙের ফুলের সমাহার ,কারো বাগানে বিরল প্রজাতির গাছের সমাহার। স্বনাম ধন্যা চিত্রশিল্পী ও ইলাস্ট্রেটর জয়ীতা বোসের বাড়িতে দেখা যায় এমনই সবুজের সমারোহ। 




সব মিলিয়ে হয়েছে ১০০র বেশি গাছ। জয়ীতার সংগ্ৰহে রয়েছে, নানা ধরনের ফোলিয়জ, মনস্টারস, জেড্, ফ্রিটোনিয়া, স্পাইরাল ব্যাম্বু ও নানা বিরল প্রজাতির গাছ। জয়ীতার মতে মানবজাতির ইভোলিউশন জ্ঙ্গল থেকেই। তিনি আরও বলেন " গাছের বেড়ে ওঠা প্রত্যক্ষ করার মধ্য দিয়ে আমরা এক অদ্ভুত আনন্দ উপভোগ করি। এই সবুজের বেড়ে ওঠা আমায় আনন্দ দেয়, এবং এই বিষয়টি আমার চারুকার্জে আমায় অনুপ্রেরণা জোগায়। " অন্যদিকে দমদম নিবাসী রত্না সাহার সংগ্ৰহে রয়েছে রঙ বেরঙের ফুলের বাগান। অবসর প্রাপ্ত স্বামী,পুত্র- পুত্রবধূ, নাতনি কে নিয়ে ভরা সংসার রত্না সাহার। রত্না দেবী পরিচিত মহলে ডাক নামেই পরিচিত। রত্না দেবীর ডাক নাম ' মিঠু ' । সকলের প্রিয় মিঠুর বাগান পরিচিত মহলে বেশ জনপ্রিয়। 

রত্না দেবীর মতে " একটা সময়ে আমার সময় কাটতে চাইতো না। ওই সময় কাটানোর জন্য জন্য বাগান করায় মন দেই। তারপর এটা প্যাশনে পরিণতি পায়। ফুল ফুটিয়ে তোলার মধ্যে যে আনন্দ আছে ,তাই আমায় অনুপ্রাণিত করে আরও বেশি গাছের পরিচর্যা করতে।" যুব প্রজন্মের জয়ীতা থেকে সিনিয়র সিটিজেন রত্না দেবী শহরের বুকে সবুজায়নের সিপাই রয়েছে প্রচুর। শারিরীক অসুস্থথতা দমিয়ে রাখতে পাড়েনি রত্না দেবীকে। রত্না দেবীর বাগানে রয়েছে নানা রকম ফুলের সমাহার। বিভিন্ন রঙের গোলাপ থেকে ডালিয়া, জবা থেকে ক্যামেলিয়া, চন্দ্রমল্লীকা সমস্ত অনন্য সুন্দর ফুলের সাজে ভরে থাকে রত্না দেবীর বাগান।৭০টির বেশি গাছ রয়েছে রত্না দেবীর সংগ্ৰহে।

এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম 'বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার করা' (Ecosystem Restoration)। বর্তমান অন্ধকারময় পরিস্থিতিতে অতীতকে ফেরানো সম্ভব নয় ঠিকই। কিন্তু আমরা গাছ লাগাতে পারি, আমাদের আশেপাশের শহরকে আরও সবুজ করতে পারি, বাড়ির বাগান পুনর্নির্মাণ করতে পারি, নিজেদের ডায়েট পরিবর্তন করতে পারি এবং নদী ও উপকূল পরিষ্কার রাখতে পারি। রত্না দেবী ও জয়ীতার মত পরিবেশ সচেতন নাগরিক সবুজায়নে নিজেদের নিয়োজিত করার জন্য নাগরিকদের অনুপ্রেরণা।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages