Breaking

Post Top Ad

Friday, June 4, 2021

হিরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার বামনহাটে

হিরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার  বামনহাটে



সাহেবগঞ্জ, সমীর হোসেনঃ 

বিএসএফ ১২৯ ব্যাটালিয়ান সূত্রে গতকাল বুধবার দুপুর বারোটা নাগাদ বামনহাট 2 নং গ্রাম পঞ্চায়েতের কালমাটির BOP ৫৬ নাম্বার গেট দিয়ে প্রবেশ করার সময় হিরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 


গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রেজ্জাক হোসেন শেখ বয়স ৪০, তার বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তেবতী কালমাটি BOP,এর ৫৬ নাম্বার গেটের সংলগ্ন এলাকায়, সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে গতকাল সাহেবগঞ্জ থানায় তুলে দেওয়া হয়। 


সাহেবগঞ্জ থানা সূত্রে জানা গেছে আজ সেই ব্যক্তিকে কুচবিহার আদালতে তোলা হবে। ইতিমধ্যে ঘটনার সেই কোনো আন্তর্জাতিক যোগসুত্র আছে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করছে বিএসএফ ও পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages