বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান
আজ পার্টটাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটির তরফ থেকে জাকির হোসেনের নেতৃত্বে আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থানদারের সাথে সাক্ষাৎ করে উনাকে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষকদের পক্ষ থেকে তাঁর কাছে আবেদন করা হয় মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে তাদের বিষয়টি তুলে ধরার জন্য। মাননীয় শিক্ষা মন্ত্রী যাতে বিদ্যালয়ের আংশিক শিক্ষকদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করেন এবং করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ের আংশিক শিক্ষকদের দুরবস্থা দুর করার জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করেন, সংগঠনের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়।
সংগঠনের রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘোরিয়া জানান, এই করোনা পরিস্থিতিতে যদি সরকার তাদের দাবি না মানেন তাহলে লকডাউন শেষে কলকাতার রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
No comments:
Post a Comment