Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 22, 2021

রানীগঞ্জে ধসের জেরে বেরচ্ছে বিষাক্ত গ্যাস, এলাকায় উত্তেজনা

রানীগঞ্জে ধসের জেরে বেরচ্ছে বিষাক্ত গ্যাস, এলাকায় উত্তেজনা





রামকৃষ্ণ চ্যাটার্জী: পশ্চিম বর্ধমান:



টানা বৃষ্টির জেরে রানীগঞ্জের কলিয়ারিতে নামলো ধস। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ইসিএলের কুনুস্তোড়িয়া এরিয়ার অমৃত নগর কোলিয়ারির ৪ নম্বর এলাকায়। আর যার জেরে এদিন ওই এলাকার বিস্তীর্ণ অংশ জুড়ে নেমেছে ধস। আর তার জেরেই ওই ধসে যাওয়া অংশ দিয়ে অনবরত বেরোতে থাকছে বিষাক্ত গ্যাস। ফলে আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে ওই এলাকার বাসিন্দারা।

এদিকে ধসে যাওয়া অংশের পাশেই রয়েছে কোলিয়ারির বারুদ ঘর, যার জেরে যেকোন সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। আর ওই বিষাক্ত গ্যাস ও ধোঁয়ার প্রভাব বিস্তার করেছে প্রায় দু বিঘার বেশি এলাকা জুড়ে। স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ খনি গর্ভে ঠিকমতো বালি ভরাট না করার কারণেই এমন ধরনের ঘটনা ঘটছে বারবার। 

তাদের আরো অভিযোগ গত কয়েকদিন আগেই এলাকার এক বিশাল বটগাছ মাটি আলগা হয়ে উল্টে পড়ে ক্ষতিগ্রস্ত হয় দুটি বাড়ি। আর নতুনভাবে এদিনের এই ধস ও গ্রাসের ফলে আতঙ্ক আরো বেড়েছে ওই এলাকায়। এদিকে এই ধসের জায়গার খুব কাছেই রয়েছে মন্দির সহ ইসিএলের পরিত্যাক্ত খনির আবাসনও। আর সেখানেই বসবাস করে প্রায় চল্লিশটির ও বেশি পরিবার। ফলে আতঙ্কের পরিবেশ রয়েছে সেই পরিত্যাক্ত খনি আবাসন গুলিতেও তারা। 

 এলাকার বাসিন্দাদের দাবি খনি কর্তৃপক্ষ এলাকাটিকে ঘিরে দিলেও ওই এলাকার উপরিভাগে কোন ভরাট না করায় ক্রমাগত ধসের আকার দিন দিন বেড়েই চলেছে। এদিন এই কোলিয়ারির এক এজেন্ট আর কে ব্যানার্জি জানান সমগ্র বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামীতে এই সকল সমস্যার সমাধানের লক্ষ্যে সবরকম ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages