পথের সহযোগিতায় আলিপুরদুয়ার লায়ন্স ক্লাব এগিয়ে এলো বিশেষ ভাবে সক্ষম পরিবারের পাশে
অনুপম মোদক,২০- ই জুন, আলিপুরদুয়ার :
আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত গ্রামে পূর্ব কাঁঠাল বাড়ি এলাকার স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত" পথ " বিশেষ বিদ্যালয়ের সহযোগিতায় আলিপুরদুয়ার লায়ন্স ক্লাব বিশেষ ভাবে সক্ষম ৫০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ।
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড:জ্যোতিবিকাশ নাথ বলেন, "অনেকেই বিশেষ ভাবে সক্ষম পরিবার তাঁদের সক্ষম ছাত্র - ছাত্রী দের নিয়ে খুব সমস্যায় আছেন তাই আমরা নিজেরা এবং লায়ন্স ক্লাবের কয়েক জন সদস্য মিলে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করে অত্র এলাকার কিছু পরিবারের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে l
স্বপ্ন সোসাইটি সম্পাদক তাপস বর্মন বলেন "লায়ন্স ক্লাব বিগত দিনেও আমাদের পাশে ছিল আজকেও আমাদের পাশে এসে দাঁড়ালো , আমাদের সোসাইটি এলাকার কিছু পরিবারের পাশে দাঁড়াতে পারলো l "
আলিপুরদুয়ার লায়ন্স ক্লাবের এই প্রচেষ্টা অনেক পরিবার উপকার হলো, আগামী দিনেও কেও সহযোগিতা করলে আমরা এদের পাশে থাকতে পারবো l সেই সাথে সমাজ সেবি বিনায়ক নন্দী তাঁদের পরিবারকে অশেষ ধন্যবাদ জানান, সকল বিশেষ ভাবে সক্ষম পরিবারের পাশে সুস্থতা কামনা করেন l
No comments:
Post a Comment