মুন্ডেশরীর জলের তোরে ভেঙে গেল বাঁশের সেতু, বিচ্ছিন্ন চিৎনান ভাটোরা
অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: টানা বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে রূপনারায়ণ, মুন্ডেশরীতে। আর তারই জেরে জলের স্রোতে রবিবার ভেঙে পড়লো আমতার সাথে দ্বীপঞ্চাল ভাটরার যোগাযোগ করি কাঠের সেতুটি।
আর তার জেরেই কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন আমতার সঙ্গে চিৎনান ও ভাটোরার। এদিকে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নৌকা আনার কথা ভাবছে আমতা-২ নম্বর পঞ্চায়েত সমিতি। অন্যদিকে জানা গেছে পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান আমতার বিধায়ক সুকান্ত পাল।
অন্যদিকে দামোদরের জলস্ফীতির জেরে থলিয়া সহ একাধিক জায়গায় উঠেছে দামোদরের জল। এদিকে আরো বৃষ্টি হলে আগামী দিনে কি হবে তাই ভেবে এখন দিন কাটাচ্ছে আমতা সহ দ্বীপঞ্চালের মানুষেরা।
No comments:
Post a Comment