পিছিয়ে পড়া তপশিলী উপজাতি জনগোষ্ঠীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে বিবাহবার্ষিকী উদযাপন করলো দিনহাটার নাগ দম্পতি
পিছিয়ে পড়া তপশিলী উপজাতি জনগোষ্ঠীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে নিজেদের ১৯তম বিবাহবার্ষিকী উদযাপন করলো দিনহাটার নাগ দম্পতি।
কাঁটাতার ঘেঁষা সীমান্তবর্তী গ্রাম কুর্শারহাট। সেখানে বাস করে ৬০ টির মতো তপশিলী উপজাতি অধ্যুষিত জনজাতির পরিবার। সারাবছরই অভাব-অনটন নিত্যসঙ্গী তাদের, তার ওপর দোসর হয়েছে লকডাউন। দু'বেলা পেটপুরে খেয়েদেয়ে বেঁচে থাকাটাই এইমুহূর্তে ওদের সবথেকে বড়ো চ্যালেঞ্জ। এই দুঃখ দুর্দশার কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়িয়ে কিছু খাদ্যসামগ্রী প্রদান করলো দিনহাটা সাহেবগঞ্জ রোডের বাসিন্দা শ্রী সঞ্জয় কুমার নাগ ।
আজ তাদের ১৯তম বিবাহবার্ষিকী তে স্ত্রী সঞ্চালি নাগ ও পুত্র কঞ্জনাভ নাগ কে সঙ্গে নিয়ে তারা পৌঁছে যান কুর্শারহাট গ্রামের তপশিলী উপজাতি অধ্যুষিত এলাকায়। সেখানে বসবাসকারী মোট ৬০ টি পরিবারের হাতে তুলে দেওয়া হয় কিছু খাদ্যসামগ্রী।
নাগ দম্পতি র এই মহতী পরিকল্পনা রুপায়ণে পাশে দাঁড়িয়েছে ''কোভিড হেল্পিং হ্যান্ড এন্ড দিনহাটা ডক্টরস'' ফেসবুক গ্রুপের সদস্যরা।
গ্রুপের সদস্য রতন সাহা, সৈকত সরকার, জয়ন্ত চক্রবর্তী, ধীমান বর্মন, প্রলয় ভট্টাচার্য, ধৃতিমান সরকার, অনির্বাণ নাগ আজকের এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন শুকারুকুটি গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী বিষ্ণুপদ সরকার । এমন দুর্দিনে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে স্বভাবতই ভীষণ খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
No comments:
Post a Comment