সাহেবগঞ্জ বি ডি ও অফিসে আজাদ হিন্দ ভলেন্টিয়ার্স ও সারাভারত যুবলীগের স্মারকলিপি প্রদান
সমীর হোসেন,সাহেবগঞ্জঃ
করোনার করালগ্রাসে জর্জরিত গোটা দেশ। সরকারি উদ্যোগ ও বেসরকারি তথা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে করোনা নির্মূলের নানা প্রচেষ্টা প্রতিনিয়তই চলছে। এমতাবস্থায় কোচবিহার জেলার দিনহাটা ২ নং ব্লকেও করোনা আক্রান্ত মানুষ যাতে প্রয়োজনীয় পরিসেবা পায় এবং সমস্ত কোভিড যোদ্ধাদের জন্য ভ্যাকসিন ব্যবস্হা হয়, এছাড়াও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজাদ হিন্দ ভোলেন্টারস ও সারা ভারত যুবলীগের পক্ষ থেকে দিনহাটা ২ নং সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে এক স্মারক লিপি প্রদান করা হয়।
যুবলীগের সদস্যদের দাবি ছিল...
১.কোভিদ পরীক্ষা, সেভ হাউসে আইসোলেশন, চিকিৎসা, ভ্যাকসিন প্রদান বুধ ভিক্তিক শিবির করে দ্রুততার সাথে দিতে হবে।
২. দুয়ারে ভ্যাকসিন চালু করতে হবে।
৩.সকল করোনা যোদ্ধাদের ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে।
৪. সমস্ত হাট বাজার অফিস আদালত ও জনবহুল এলাকায় স্যানিটাইজেশন করতে হবে।
এ প্রসঙ্গে সারাভারত যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল রউফকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান " আমাদের দাবি বিডিও সাহেব শুনলেন ও তিনি যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। "
No comments:
Post a Comment