বিশ্ব পরিবেশ দিবস, পথে যুক্তিবাদী সমিতি
নবদ্বীপ শহরে বিশ্ব পরিবেশ দিবস পালন করলো ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখা।
প্রতিনিয়ত দূষণ বেড়েই চলেছে। এই দূষণের কারণে সারা বিশ্বে প্রতি বছর প্রায় সত্তর লাখ মানুষ মারা যান (বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী)। প্রতিবছর ভারতে যত মৃত্যু হয় তার এক তৃতীয়াংশ মৃত্যু হয় বায়ু দূষণের কারণে ( এনভায়রনমেন্টাল রিসার্চ জার্নাল, ২০২১)। বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণের কারণে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, ক্যানসার হচ্ছে, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, হার্ট এ্যাটাক হচ্ছে এমনকি বধির হওয়ার মতো রোগও বেড়েই চলেছে। মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমছে এই দূষণের কারণে। অতিরিক্ত গাছ কাটার ফলে পরিবেশ উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠছে। অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। ছোটো ছোটো ডোবা, জলাশয়, খাল বিল ভরাট করে প্রমোটারি রাজ চলছে। ফলে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে।
পরিবেশকে দূষণ মুক্ত করতে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি পথে নেমে মানুষকে বুঝানোর চেষ্টা করছে দূষণ বিষয়ে। করোনা বিধিনিষেধ মেনে শারীরিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে দূষণের ভয়বহতা সম্পর্কে জনগণকে সচেতন করতে চললো র্যালি। সমিতির পক্ষ থেকে মানুষকে পরিবেশ নিয়ে সচেতন করতে শহর জুড়ে করা হয়েছে পোস্টারিং। " নদীকে দূষণমুক্ত করতে নদীতে ঠাকুর দেবতার মূর্তি বিসর্জন বন্ধ করুন; নদী বাঁচাতে নদীতে আবর্জনা ফেলা বন্ধ করুন; ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস দিচ্ছে ডাক পরিবেশ ধ্বংসকারীরা নিপাত যাক; সাম্রাজ্যবাদীদের হাত থেকে প্রকৃতিকে মুক্ত করো ; দূষণ কমাতে বনসৃজন এবং পরিবেশবান্ধব যানবাহন চাই " -- ইত্যাদি শ্লোগান সম্বলিত পোস্টার নবদ্বীপ শহরের দেওয়ালে দেওয়ালে লাগানো হয়েছে জনগনকে পরিবেশ বিষয়ে সচেতন করার জন্য।
যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, " দূষণ হলো নীরব ও ধীর ঘাতক। দূষণ প্রতিরোধে আইন আছে কিন্তু তা বাস্তবে প্রয়োগ করার মতো সরকারের তরফ থেকে কার্যকরী উদ্যোগ ও প্রচেষ্টা কোনোটাই নেওয়া হয় না। দূষণের থাবা থেকে পরিবেশ ও মানব সভ্যতাকে বাঁচাতে মানুষের সচেতনতা বোধ এবং গণ পরিবেশ আন্দোলন খুবই জরুরী।"
No comments:
Post a Comment