Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, June 5, 2021

কোভিড মোকাবিলায় ৪ স্বেচ্ছাসেবী সংস্থাকে ১.৫লক্ষ টাকা তুলে দিল ফণিন্দ্রদেব বিদ্যালয়ের ২০০১ মাধ্যামিক ব্যাচ

 কোভিড মোকাবিলায় ৪ স্বেচ্ছাসেবী সংস্থাকে ১.৫লক্ষ টাকা তুলে দিল ফণিন্দ্রদেব বিদ্যালয়ের ২০০১ মাধ্যামিক ব্যাচ 





জলপাইগুড়ি ফণিন্দ্রদেব বিদ্যালয়ের ২০০১ মাধ্যামিক ব্যাচের তরফ থেকে জলপাইগুড়ি শহরের মোট চারটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হল প্রায় দেড় লক্ষ টাকা। তারা এই অর্থ কভিড আক্রান্ত জলপাইগুড়ি শহর বাসির উন্নয়নের স্বার্থে খরচ করবে। গ্রীন জলপাইগুড়ি, শ্রদ্ধা ফাউন্ডেশন, জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং স্টুডেন্টস হেলথ হোম এর হাতে এই অর্থ সাহায্য তুলে দিলো প্রাক্তন এই ছাত্ররা। এছাড়া আগামী পরিকল্পনা হিসেবে, জলপাইগুড়ি তিস্তা পাড় সংলগ্ন এলাকার দুস্থ মানুষের জন্য কমিউনিটি কিচেন, শহরের গরিব মানুষ ও ছাত্র ছাত্রী দের জন্য বিভিন্নভাবে সাহায্যের প্রতিশ্রুতি নিয়েছে ফণিন্দ্রদেব বিদ্যালয়ের ২০০১ মাধ্যমিক ব্যাচ এ-র ছাত্ররা।




চিত্র শিল্পী দীপঙ্কর বসু বিশ্বাস ছাত্রদের সবার তরফ থেকে ধন্যবাদ হিসেবে গ্রীন জলপাইগুড়ি সংস্থার হাতে তুলে দিলেন নিজের হাতে আকা একটি ছবি। করনা কালে ভয়ার্ত মানুষের সেবায় গ্রীন জলপাইগুড়ি সংস্থা যেভাবে ফ্রী এম্বুলেন্স পরিসেবা দিয়েছে, তারই ছবি ফুটে উঠেছে দীপঙ্কর বাবুর ছবিতে। আগামীতে আরও ছবি নিয়ে তিনি শহরবাসীর সামনে উপস্থিত হবেন বলে জানান।



ফণিন্দ্রদেব বিদ্যালয়ের ২০০১ মাধ্যমিক ব্যাচ আগামী সময়ে আরও অনেক সমাজ সেবা মুলক কাজের মাধ্যমে শহরের সেবা করে যাবে।জলপাইগুড়ি তিস্তা পাড় সংলগ্ন এলাকার দুস্থ মানুষের জন্য কমিউনিটি কিচেন, শহরের গরিব মানুষ ও ছাত্র ছাত্রী দের জন্য বিভিন্নভাবে সাহায্যের কথা জানানো হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages