তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবিরে উপস্থিত বিধায়ক সমীর পাঁজা
অভিজিৎ ব্যানার্জী, উলুবেড়িয়া: করোনার দ্বিতীয় ঢেউ ও গ্রীষ্মের প্রখর দাবদাহে রাজ্যের পাশাপাশি রক্তের ঘারটি দেখা দিয়েছে জেলারও বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে। আর তার জেরেই চরম ভোগান্তিতে পড়ছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা। পাশাপাশি প্রয়োজনীয় রক্তের অভাবে বহু ক্ষেত্রেই আটকে যাচ্ছে মুমূর্ষ রোগীর অস্ত্র প্রচারও। আর সেই রক্তের ঘারতি কিছুটা কমাতে এগিয়ে এলো উদয়নারায়ণপুর এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
মূলত কুরচি শিবপুর, হরালী উদয়নারায়ণপুর, পাঁচারুল, দেবীচন্দ্রপুর, দেবীপুর ও উদয়নারায়ণপুর এলাকার তৃণমূল যুব কর্মীদের সমন্বয়ে। সোমবার উদয়নারায়ণপুরের রায়বাঘিনী রানী ভবশঙ্করী সভাগৃহে অনুষ্ঠিত হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। যেখানে এদিন মোট ৫১৩ জন রক্তদাতা তাদের রক্তদান করেন।
এদিকে এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাঁজা। এদিন তিনি এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে সকল রক্তদাতাদের উৎসাহিত করে। পাশাপাশি সকল রক্তদাতাদের হাতে তিনি গোলাপ তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান। পাশাপাশি তিনি বলেন আগামী দিনে আরো দুটি রক্তদান শিবির হবে রক্তের সঙ্কট মেটাতে।
No comments:
Post a Comment