মা-মাটি-মানুষের রান্নাঘর- দার্জিলিং তৃণমূল ছাত্র পরিষদ ও শিলিগুড়ি টাউন তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগ
সুজাতা ঘোষ,বাগডোগরা:
করোনার প্রথম ঢেউ কাটিয়ে উঠতে না উঠতেই দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ফলত প্রচন্ডভাবে আতঙ্কিত মানুষ।আর এই করোনা সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে সরকার বার বার জারি করছে বিধিনিষেধ। আর এর জেরে অনেকেই হারিয়েছেন কাজ। আবার শ্রমিক হোক বা কোন দোকানের কর্মচারী আংশিক সময়ের কাজে আর্থিক ভাবে হচ্ছেন ক্ষতিগ্রস্থ। সেই মতো রিস্কাওয়ালা ও টোটোচালকদের একটা বড়ো অংশ পড়েছে আর্থিক সংকটে, এমনকি পেটভরে দু'বেলা খাবার জুটছে না তাদের, তাই দার্জিলিং জেলার তৃণমূল ছাত্র পরিষদ ও শিলিগুড়ি টাউন তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় 'মা-মাটি-মানুষের রান্নাঘর' অর্থাৎ কমিউনিটি কিচেন নামে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় গত ৮ দিন ধরে ।
এই মধ্যাহ্নভোজনের মেনুতে থাকছে কখনো ডিম ভাত আবার কখনো সয়াবিন, কাবলি ছোলা, ও আলুর সবজি তবে গতকাল রুই মাছ খাওয়ানো হবে বলে জানা গেছে।
এই কর্মসূচিতে উপস্থিত থাকছেন দার্জিলিং জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নির্ণয় রায় , শিলিগুড়ি টাউন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিৎ সরকার , কার্যকরী সভাপতি শিব রায় । এছাড়াও শিলিগুড়ির সমস্ত ডে কলেজ ও নাইট কলেজে সংঘবদ্ধভাবে এই কাজ করছেন ।
শিলিগুড়ি টাউন তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি শিব রায় জানান -' লকডাউনে তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত নেত্রী ও সমস্ত নেতৃত্বরা যেভাবে বিভিন্ন জেলায় এই কাজ করে চলেছে আমরাও সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে আমরাও এই কাজ করে যাচ্ছি ।'
জানা গেছে জুলাই মাসের ১ তারিখ পর্যন্ত তাদের এই কর্মসূচি জারি থাকবে ।
No comments:
Post a Comment