করোনা কালে ভরসা জোগাচ্ছে দিনহাটা ডক্টরস ফেসবুক গ্রুপ
দিনহাটা কোভিড হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগী, হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ানো ভবঘুরে এবং করোনায় আক্রান্ত দুঃস্থ পরিবার সহ মোট ৪৮ জনের দ্বিপ্রহরের খাবারের ব্যবস্থা করলো কোভিড হেল্পিং হ্যান্ড, দিনহাটা ডক্টরস ফেসবুক গ্রুপ।
দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডাঃ অজয় মন্ডলের মস্তিষ্কপ্রসূত মধুমিতা কিচেনে আজকের খাবার গুলো রান্না এবং প্যাকিং করে দিনহাটা ডক্টরস ফেসবুক গ্রুপের সদস্যদের হাতে তুলে দিলে তারা সেগুলো জায়গায় জায়গায় পৌঁছে দেয়।
আজকের এই সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন সমাজ গড়ার মূল কারিগর কয়েকজন শিক্ষক। ফেসবুক গ্রুপের নাম দিনহাটা ডক্টরস হলেও বর্তমানে বিভিন্ন পেশার মানুষেরা সমবেত হয়েই এই ফেসবুক গ্রুপ টিকে পরিচালনা করছেন। বেশ কয়েকজন সনামধন্য ডাক্তারবাবুরাও এই গ্রুপের সাথে সরাসরি যুক্ত রয়েছেন, তাঁরা অনবরত প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই সমাজের বহু মানুষ দিনহাটা ডক্টরস ফেসবুক গ্রুপটির দ্বারা উপকৃত হয়েছেন বলে স্বীকার করেছেন।
সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের মানসিকতাই তাদেরকে এইসব সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে প্রেরণা জোগাচ্ছে বলে জানিয়েছেন বিশিষ্ট শিক্ষক শ্রী অনির্বাণ নাগ, শ্রী জয়ন্ত চক্রবর্তী, শ্রী প্রলয় ভট্টাচার্য, শ্রী ধৃতিমান সরকার, শ্রী ধীমান বর্মন ও অধ্যাপক শ্রী জয়দীপ সরকার।
সমাজকর্মী শ্রী রতন সাহা জানিয়েছেন, "কোভিড মহামারী পরিস্থিতিতে সমাজের একদল সনামধন্য ডাক্তারবাবু ও শিক্ষকরা মিলিত হয়ে যে সমস্ত সামাজিক কর্মকাণ্ড গুলো চালিয়ে যাচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি নিজেও এই গ্রুপের একজন সদস্য হতে পেরে ভীষণ খুশি।"
দিনহাটা ডক্টরস ফেসবুক গ্রুপের অন্যতম দুই সদস্য ডাঃ উজ্জ্বল আচার্য এবং ডাঃ অজয় মন্ডল জানিয়েছেন, "কোনো আশঙ্কা নয়, কোনো ভয় নয়, মনে সাহস রাখুন। এই কঠিন পরিস্থিতি আমরা সবাই মিলে নিশ্চয় পেরিয়ে আসতে পারব। করোনা মানেই মৃত্যু নয়। প্রতিদিন বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। শুধু নিয়ম করে মেনে চলতে হবে যাবতীয় করোনা বিধি। সেই সঙ্গে মনের জোরও রাখতে হবে। ভয় পেলে চলবে না। সারাদিনের যাবতীয় নেগেটিভিটি দূরে সরিয়ে সামনে আনুন কিছু পজিটিভ বার্তা। সবসময় পাশে আছি আমরা।"
No comments:
Post a Comment