Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, June 3, 2021

কর্মচারীদের গাফিলতিতে মিলছে না রেশন, বিক্ষোভে শামিল হলেন সাধারণমানুষ

কর্মচারীদের গাফিলতিতে মিলছে না রেশন, বিক্ষোভে শামিল হলেন সাধারণমানুষ





কর্মচারীদের গাফিলতিতেই মিলছে না ঠিকমত রেশন, হয়রানি হতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার ধূপগুড়ি খাদ্য দপ্তরে বিক্ষোভ দেখালেন গ্ৰাহকরা।গ্রাহকদের অভিযোগ রেশন কার্ড থাকা সত্ত্বেও রেশন ডিলারা সামগ্রী দিচ্ছে না। অথচ আগে ঠিকমতো রেশন মিলত। কিন্তু এরপর আমরা যেখান থেকে রেশন তুলতাম সেখানে রেশন তুলতে গিয়ে দেখি আমাদের নাম নেই। আমরা ঘুরে আসি।এই করোনা পরিস্থিতির মধ্যেও ফুড সাপ্লাই এসেও কোনো কাজ হয়নি। এখানে এসেও ঘুরে যেতে হয়েছে। পাশাপাশি রেশন না মেলায় চরম অসুবিধার মধ্যে পড়ছে গ্রাহকরা। কেননা গ্রাহকদের ঘুরিয়ে দেওয়া হচ্ছে রেশন থেকে। 



এদিকে জানা যায়, সাপ্লাই অফিস থেকে স্লিপ ইস্যু বা নাম নথিভুক্ত করার পরে রেশন সামগ্রী পাবে গ্রাহকরা কিন্তু বৃহস্পতিবার খাদ্য দপ্তরের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার পরেও স্লিপ না পাওয়ায় কয়েকশো মানুষ বিক্ষোভ দেখান। তবে দপ্তর সূত্রে খবর, সমস্ত কিছু নতুনভাবে অনলাইনের মাধ্যমে হচ্ছে। কিছুটা সময় লাগছে নাম নতুন করে নথিভূক্ত করতে। অল্প কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে। সকলেই রেশন পাবে।

 

তবে গ্রাহকদের অভিযোগ, লকডাউন এর কারণে হাতে টাকা পয়সা নেই রেশনের চাল খেয়ে কোনরকমে সংসার চলছে। এরকম টালবাহানা হলে না খেয়ে দিন কাটাতে হবে।

পরে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages