সাধারণ মানুষের পাশে নিরন্তর আশার আলো দেখাচ্ছে হোপ
একদিকে করোনা মহামারীর জন্য প্রায় সমগ্র ভারত জুড়েই চলছে লক ডাউন অন্যদিকে ইয়স ঝড় এর দাপটে লন্ডভন্ড দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকা, মানুষের এই দুর্দিনে সাহায্যের জন্য যেসব স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে তাদের মধ্যে অন্যতম হলো হোপ।
ইয়াস বিপর্যয়ে ক্ষতি গ্রস্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে হোপ পরিবারের তরফ থেকে এক্সিকিউটিভ মেম্বার রাকিবুল ইসলাম প্রায় চার শত পরিবার কে ত্রাণ বিতরণ কর্মসূচী সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। তার কিছু দিন আগেই হোপ ত্রাণ বিতরণ কর্মসূচী হিসেবে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলেও কাজ করেছে পথের সাথী গ্রুপ এর সাথে।
শুধু বর্তমানে এই ইয়াস সংকট এই নয় , এর আগেও করোনা সংকট কালে শত শত রোগীকে টেলি মেডিসিন পরিষেবা সহ অক্সিজেন এর সন্ধান দেওয়া আরো নানান সাহায্য মূলক কাজ করেছে। পূর্বে আম্ফান এর সময় কালেও একই ভাবে মানুষের পাশে, দাড়িয়ে তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিল হোপ পরিবার।
No comments:
Post a Comment