ছেলের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ বাবার
অনুপম মোদক , আলিপুরদুয়ার, ৬ - ই জুন :
আজ আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত গ্রাম পূর্ব কাঁঠাল বাড়ি এলাকার স্বপ্ন সোসাইটি দ্বারা পরিচালিত" পথ " বিশেষ বিদ্যালয়ের বিশেষ ভাবে সক্ষম ৩০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন কাঁঠাল বাড়ি সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার রাহুল পাল এবং তার পরিবার l
ব্যাংকের ম্যানেজার রাহুল পাল বলেন , " করোনা পরিস্থিতিতে অনেক পরিবার বিশেষ ভাবে সক্ষম ছাত্র - ছাত্রী দের নিয়ে খুব সমস্যায় আছেন তাই আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষ্যে তাঁদের কাছে খুব সামান্য কিছু দিয়ে তাঁদের পাশে দাঁড়াতে পারলাম।"
স্বপ্ন সোসাইটির সম্পাদক তাপস বর্মন বলেন, "তার এই প্রচেষ্টায় অনেকের পরিবার উপকৃত হলো, আগামী দিনেও কেউ সহযোগিতা করলে আমরা তাদের পাশে থাকতে পারবো" l
সমাজসেবী বিনায়ক নন্দী তাঁদের পরিবারকে অশেষ ধন্যবাদ জানান, সকল বিশেষ ভাবে সক্ষম পরিবারের পাশে থাকার বার্তা দেন ও সুস্থতা কামনা করেন l
No comments:
Post a Comment