Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 6, 2021

ক্রিকেটের মাঠ থেকে দুঃস্থ মানুষের পাশে ওরা কয়েকজন

ক্রিকেটের মাঠ থেকে দুঃস্থ মানুষের পাশে ওরা কয়েকজন



নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য, কিশমত দশগ্রাম, ৬- ই জুন : করোনার করাল গ্রাসে জর্জরিত গোটা দেশ থেকে রাজ্য l রাজ্যে বিধি নিষেধ বাড়িয়ে দেওয়া হয়েছে ১৫ই জুন পর্যন্ত l সংক্রমণের হার নিম্নমুখী হলেও স্বাভাবিক জনজীবন কবে থেকে চালু হবে তা নিয়ে সংশয় রয়েছে l


এই বিধি নিষেধ এর মধ্যে সব থেকে বিপাকে পরেছে দিন আনা দিন খাওয়া মানুষ গুলো, যাদের রোজগার একবারে বন্ধ হয়ে গেছে l বহু স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তি এদের পাশে এসে দাঁড়িয়েছেন এই বিপদের দিনে l এমনি এক দৃশ্য দেখা গেল কিশমত দশগ্রামের খেরবাড়ি হাট এলাকায় l


মাঠের ক্রিকেটার  যুবক দল তাঁদের এলাকার অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালো l রাজীব রায়, বাবলা সরকার, সুজন বর্মন, মেঘা রায়, রূপক বর্মন, পঙ্কজ মন্ডল, জগদীশ রায়, জয়ন্ত বর্মন, দিনবন্ধু মন্ডলরা এই দুর্দিনে তাঁদের এলাকার কর্মহীন অসহায় মানুষের হাতে তুলে দিলেন চাল, ডাল, সয়াবিন, আটা, আলু, সাবান, বিস্কুটের মত খাদ্য সামগ্রী l


এই জনা কয়েক যুবক যারা মাঠে ক্রিকেট খেলে তাঁরা নিজেদের মধ্যে চাঁদা তুলে দুঃস্থ মানুষের হাতে খাবার তুলে দেন l যুবক দের মধ্যে বাবলা সরকার জানান -" এই দুর্দিনে আমরা ২৫টি পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম ও পরবর্তী দিনগুলিতে আরও কিছু পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে l"


আর এক যুবক রাজীব রায় জানান -এই দুর্দিনে মানুষ মানুষের পাশে এভাবে দাঁড়ালে আমরা এই দুঃসময় কাটিয়ে উঠতে পারবো, তিনি সবাই কে এবিষয়ে এগিয়ে আসার কথা বলেন l


এলাকার এই জনাকয়েক যুবকের এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াকে কুর্নিশ জানিয়েছে গ্রামবাসী l

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages