Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 6, 2021

করোনা আক্রান্তের বাড়িতে হয়নি স্যানিটাইজেশন, পিঠে স্প্রে মেশিন নিয়ে হাজির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা

করোনা আক্রান্তের বাড়িতে  হয়নি স্যানিটাইজেশন, পিঠে স্প্রে মেশিন নিয়ে হাজির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা




ময়নাগুড়িঃ ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের ফর্দির মাঠ এলাকার তিন করোনা আক্রান্তের বাড়িতে গিয়ে স্যানিটাইজেশন করল ময়নাগুড়ি নগর ইউনিট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা । এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা করোনা আক্রান্ত সেই তিন ব্যক্তির বাড়িতে গিয়ে স্যানিটাইজেশন করেন ।


জানা গেছে, কিছুদিন আগে ফর্দির মাঠ এলাকার তিন ব্যক্তি করোনা আক্রান্ত হন, কিন্তু এখনো পর্যন্ত তাদের বাড়িতে করা হয়নি স্যানিটাইজেশন । খবর পেয়ে শনিবার পিঠে স্প্রে মেশিন নিয়ে করোনা আক্রান্ত সেই তিন ব্যক্তির বাড়িতে হাজির হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা ।


উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি জেলা সহ সংযোজক অমিত বসাক সহ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ময়নাগুড়ি নগর ইউনিটের সকল কার্যকর্তা বৃন্দ ।


জলপাইগুড়ি জেলা সহ সংযোজক অমিত বসাক বলেন, 'কিছুদিন আগে ফর্দির মাঠ এলাকার তিন ব্যক্তি করোনা আক্রান্ত হন । তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে স্যানিটাইজেশন করার আবেদন জানালে শনিবার আমরা ছুটে গিয়ে সেই তিনটি বাড়ি স্যানিটাইজেশন করি ।'


করোনা চলাকালীন এরকম কর্মসূচি অব্যাহত থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন নগর ইউনিটের সদস্যরা ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages