দুঃস্থ-অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল আদ্যা মা ট্রাস্ট
করোনায় কুপোকাত দেশ। বিপর্যস্ত জনগন। না খেয়ে দুঃস্থ অসহায় মানুষদের দিন চলছে। এবার তাঁদের সহযোগিতায় এগিয়ে এল আদ্যা মা ট্রাস্ট। আদ্যা মা ট্রাস্ট এর পক্ষ থেকে বড়নাচিনা , দিনহাটা বাইপাস সংলগ্ন এলাকার কিছু মানুষ আর গোসানিমারি এই তিন জায়গায় করোনা স্বাস্থ্য বিধি মেনে প্রায় শতাধিক দুঃস্থ অসহায় মানুষদের খাবার সামগ্রী বিতরণ করা হল । পাশাপাশি মাস্ক বিলি করা হয় ও করোনা সচেতনতা প্রচার করা হয়।
ট্রাস্ট এর সভাপতি জয়তী ভৌমিক জানিয়েছেন এর আগেও তারা এরকম সচেতনতামূলক কাজ করেছেন এবং ভবিষ্যতেও এরকম সচেতনতামূলক কাজ করবেন বলে আশা রাখছেন ।
No comments:
Post a Comment