ধূপগুড়িতে চালু হলো ইভানের ক্যান্টিন
জয়ন্ত বর্মন, ধূপগুড়িঃ
ধূপগুড়িতে চালু হলো ইভানের ক্যান্টিন । শুক্রবার দুপুরে রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এই ক্যান্টিনের পথ চলা শুরু হলো। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ইভান দাসের উদ্যোগেই এই ক্যান্টিন চালু করা হয়েছে।
মূলত করোনা আবহে দুঃস্থ, অসহায় ও কর্মহীনদের জন্য এই ক্যান্টিন চালু করা হয়েছে বলে জানান রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ইভান দাস। এদিন পুরোনো দিনের তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী মিঠুন বসাকের হাত দিয়ে এই ক্যান্টিনের শুভ সূচনা করা হয়। সাতদিন ধরে এই অস্থায়ী ক্যান্টিন চালু থাকবে । চাল, ডাল, সয়াবিন, আলু, তেল, সাবান সহ বেশ কিছু খাদ্য সামগ্রী এখান থেকে নিয়ে যেতে পারবেন দুঃস্থ ও অসহায়রা । যোগাযোগের জন্য একটি ফোন নং দেওয়া হয়েছে। কারো আসতে অসুবিধা হলে ফোন করলে তার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে পৌছে যাবে ইভানের টিম।
এবিষয়ে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক ইভান দাস বলেন," করোনার সময়ে মানুষের পাশে দাড়াতেই আমাদের এই উদ্যোগ। আমরা সবার কাছে পৌঁছাতে পারছি না। তাই এখান থেকে যাতে দুঃস্থ ও অসহায় মানুষেরা খাদ্য সামগ্রী নিতে পারেন তাই এই উদ্যোগ। তবে কারো আসতে অসুবিধা হলে আমরা খাদ্য সামগ্রী নিয়ে তার বাড়িতে পৌঁছে যাব।"
উল্লেখ্য ধূপগুড়িতে এর আগে শ্রমজীবী ক্যান্টিন এবং এরপর মোদি ক্যান্টিন চালু করা হয়েছে।
No comments:
Post a Comment