Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 13, 2021

রেড ভলেন্টিয়ার্সদের পাশে দাঁড়াছে সমাজের সর্বস্তরের মানুষ

রেড ভলেন্টিয়ার্সদের পাশে দাঁড়াছে সমাজের সর্বস্তরের মানুষ



করোনার দ্বিতীয় ঢেউয়ে  সাধারণ মানুষের কাছে এক বিশ্বাস যোগ্যতার নাম হয়ে উঠেছে রেড ভলান্টিয়ার্স । দিনহাটায় করোনার প্রথম ঢেউ থেকেই পথে নেমে সাধারণ মানুষের পাশে দাড়াচ্ছিলো দিনহাটা রেড ভলান্টিয়ার্স। দ্বিতীয় ঢেউয়েও তার ব্যতিক্রম নয়। 

আজ করোনা মোকাবিলায় রেড ভলেন্টিয়ার্সের লড়াইকে কুর্নিশ জানিয়ে পাশে দাঁড়ালো দিনহাটা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি দিনহাটা জোনাল কমিটি। এদিন দিনহাটা রেড ভলেন্টিয়ার্সের এর আহবায়ক শুভ্রালোক দাসের হাতে সংগঠনের তরফে দশ হাজার টাকা অনুদান তুলে দেওয়া হয়।নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন বিধান দেবনাথ,এনসাফ উদ্দিন আহমেদ,উত্তম সাহা প্রমূখ।



শুধু  শিক্ষক সংগঠনই নয়, সমাজের সর্বস্তরের মানুষ আজ বিচলিত রেড ভলান্টিয়ার্সদের স্বাস্থ্য নিয়েও। যেভাবে করোনা রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে রেড ভলান্টিয়ার্স তাতে তারাই না বিপদে পড়ে যায়। আর তাই কেউবা নিজের হাতে আঁকা ছবি পাঠাচ্ছে তাঁদের আবার কেউবা হাতে তৈরি কার্ডে শুভেচ্ছা পাঠাচ্ছে । 

দিনহাটা রেড ভলেন্টিয়ার্সের এর আহবায়ক শুভ্রালোক  জানিয়েছে- 'এই ছোট ছোট পাওয়া গুলো আমাদের প্রতিনিয়ত অক্সিজেন যোগাচ্ছে।" 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages