ক্যারিয়ার কাউন্সেলিং ফর এ ব্রাইট ফিউচার- শীর্ষক আন্তর্জালিক আলোচনা সভা
সুজাতা ঘোষ,বাগডোগরা:
শিলিগুড়ি কেন্দ্রিক বিজ্ঞানবন্ধু সংস্থা "এসোসিয়েশন ফর লিবারেল লার্নিং এন্ড রিসার্চ" এর মনোবিজ্ঞানমূলক শাখা "ফাইন্ড_মাইন্ড" এর উদ্যোগে আজ "ক্যারিয়ার কাউন্সেলিং ফর এ ব্রাইট ফিউচার" শীর্ষক একটি আন্তর্জালিক আলোচনা সভার আয়োজন করা হয় ।
এদিনের আলোচনা সভায় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে সপ্রতিভভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সহ-সভাপতি ড. নীতা মিত্র চন্দ মহাশয়া । তিনি আগামী প্রজন্মকে তাদের ভবিষ্যত পেশা নির্ণয় বিষয়ক একটি অত্যন্ত প্রয়োজনীয় ও বিশ্লেষণমূলক আলোচনা করেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী পবন কুমার রায় মহাশয় । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সদস্যা শ্রীমতি পুনম গুলাটি মহাশয়া । বিভিন্ন বৃত্তিগত আলোচনা ছাড়াও ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ প্রশ্নের তথ্যগত উত্তর দেন প্রধান বক্তা ।
জানা গেছে,এই সভায় ছাত্রছাত্রীদের অভিভাবকগণ, বিভিন্ন স্কুলের একাধিক সন্মানীয় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন ।
No comments:
Post a Comment