Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 13, 2021

সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ডাবগ্রামের রেড ভলান্টিয়ার্সরা

সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে ডাবগ্রামের রেড ভলান্টিয়ার্সরা 



সুজাতা ঘোষ, বাগডোগরা:

এসএফআই ও ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশনের প্রত্যক্ষ সহযোগীতায় গড়ে ওঠা 'রেড ভলেন্টিয়ার'রা এই করোনা মহামারীরকালে রাজ্যবাসীর কাছে আশীর্বাদ হয়ে উপস্থিত হয়েছে। খাবার সরবরাহ থেকে শুরু করে ওষুধ,অক্সিমিটার,অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজনে তারা মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করে চলেছে।এমনকি করোনায় মৃত মানুষের শেষকৃত্যও তারা নিজ হাতে করে চলেছে।


ঠিক সেভাবেই আজ ডাবগ্রামের রেড ভলেন্টিয়ার গোপাল পালের কাছে হঠাৎ শিলিগুড়ি লোয়ার ভানু নগর থেকে বিকালে ফোন আসে ২টো বাড়িতে খাবারের সমস্যা দেখা দিয়েছে। 

খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে এগিয়ে আসে রেড ভলেন্টিয়ার তন্ময় চন্দ, সুপ্রিয়া ভদ্র ,বিকাশ দেবনাথ, অমিত বিশ্বাস এবং গোপাল পাল। ডাবগ্রামের রেড ভলেন্টিয়ার গোপাল পাল জানান 'এই করোনা মহামারীর সময়ে মানুষকে অক্সিজেন , রক্ত এবং খাবার জোগার করে দেওয়া থেকে শুরু করে হাসপাতালে ভর্তি করে দেওয়া এমনকি ঔষধ এনে দেওয়া  ইত্যাদি সমস্ত রকম কাজ আমরা করছি।'

গোপাল বাবু আরো জানান ' তারা রেড ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে গিয়ে বিভিন্ন এলাকা থেকে যেমন খবর আসে বাড়িতে অক্সিজেন বা ঔষধ লাগবে, তেমনি ফোন আসে খাবার লাগবে। সেই মতো আজ লোয়ার ভানু নগরের ২ পরিবারের হাতে আমাদের সাধ্য মতো চাল ,ডাল, তেল, আলু সহ খাদ্য সামগ্রিক তুলে দেই আমরা।'

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages