Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, June 14, 2021

পরিচর্যার অভাবে বন্ধ রয়েছে গোসাইরহাট ইকোপার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্র

পরিচর্যার অভাবে বন্ধ রয়েছে গোসাইরহাট ইকোপার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্র




জয়ন্ত বর্মন, ধূপগুড়ি:- 

২০০৭ সালে বামফ্রন্ট সরকারের আমলে তৈরি করা হয় এই গোসারহাট ইকোপার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্র। দীর্ঘদিন ধরে পরিচর্যার অভাবে বন্ধ রয়েছে এই ইকো পার্কটি। এখানে সাধারণত বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসছেন এবং ইকোপার্কের সামনেই শিশুদের জন্য একটি বিনোদনের ব্যবস্থা ছিল কিন্তু বর্তমানে সেগুলি বিকল হয়ে পড়ে রয়েছে নেই কোনো প্রশাসনিক তৎপরতা।এছাড়া ইকো পার্কের ভেতরে যে বড় বিল রয়েছে সেখানে বোর্ডিংয়ের ব্যবস্থা ছিল কিন্তু বর্তমানে সেগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে।



পর্যটনদেরও দেখা মেলে না এখন আর। যেহেতু ধূপগুড়ি থেকে দূরত্ব ১৫ কিলোমিটার এর মধ্যে তাই শীতকালে এখানে ধূপগুড়ি শহর ও পার্শ্ববর্তী নানা শহর থেকে মানুষেরা বনোভজন করতে আসত এখানে স্বাভাবিকভাবে এলাকার জনগণের ব্যবসা-বাণিজ্যের কিছুটা উন্নতি হয়েছিল পর্যটনকে কেন্দ্র করে।



মরাঘাট রেঞ্জের গোসারহাট ইকোপার্কে বছরের বিভিন্ন সময়ে নানা প্রজাতির পাখির আনাগোনা ছিল কিন্তু বর্তমানে সেসব আর কিছুই দেখা যায়না।পার্ক তৈরি হওয়ার পর এই অঞ্চলের বাসিন্দারা ছোট ছোট দোকান দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতেন কিন্তু ৪-৫ বছর ধরে পার্কটি বন্ধ থাকায় তারা নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছেন।




স্থানীয় বাসিন্দা মানব রায় জানান পার্কটি ৪-৫ বছর ধরে বন্ধ রয়েছে প্রশাসনের কোন উদ্যোগ গ্রহণ করেননি। পার্কটি যখন খোলা ছিল তখন এখানকার মানুষেরা ছোট ছোট দোকান করে তাদের জীবিকা নির্বাহ করতেন কিন্তু বর্তমানে পার্কটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে এখানকার মানুষ। আমরা চাই প্রশাসন দ্রুত এর সংস্কার করুক।




বিট অফিসার রাজকুমার পাল বলেন গোসারহাট ইকোপার্কএর সংস্কার সাধন ও চালু করার ব্যাপারে জলপাইগুড়ি বন অধিকারীক এর সাথে প্রস্তাব পাঠানো হয়েছে আশা করছি খুব দ্রুতই এর সংস্কার সাধন করা হবে এবং দ্রুত পার্কটি চালু হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages