Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, June 14, 2021

নবদ্বীপে পদবিহীন ছেলের জন্মদিনে রক্তদান শিবির

নবদ্বীপে পদবিহীন ছেলের জন্মদিনে রক্তদান শিবির



সোমবার নবদ্বীপ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নাস্তিক ভিলায় মৌসুমী দেবনাথ ও প্রতাপ চন্দ্র দাসের উদ্যোগে পুত্র অনীশ সংকল্পের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে এক অন্যন্য নজির গড়লেন। করোনার প্রকোপে রক্তের সংকট হু হু করে বেড়েছে। করোনার ভয়ে অনেকেই রক্ত দিতে চাইছেন না। তাই রক্তের এই সংকট দূর করতে নিজের ছেলের জন্মদিনে রক্তদান শিবির করে নবদ্বীপবাসীকে অবাক করেদিলেন। আমরা সাধরণত কোনো জন্মদিনে যা দেখি তার ঠিক উল্টো এবং ব্যতিক্রমী পরিকল্পনায় পালন হলো অনীশের প্রথম বর্ষের প্রথম জন্মদিন রক্তদান শিবির আয়োজনের মধ্য দিয়ে। 



করোনার প্রকোপে নদিয়া জেলা শহর নবদ্বীপ শহর জুড়ে রক্তের সংকট চলছে। তাই নবদ্বীপ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মৌসুমী দেবনাথ ও প্রতাপ চন্দ্র দাসের ছেলে অনীশ সংকল্পের (পদবিহীন) প্রথম জন্মদিনে কোনও আড়ম্বর না করেই রক্তদান শিবির করলেন নিজবাসভবন নাস্তিক ভিলায় । নবদ্বীপ সরকার পাড়া এলাকায় তার বাড়ি "নাস্তিক ভিলা" মৌসমী ও প্রতাপের নিজ বাসভবনে তার পরিবারসহ প্রায় ২৮ জন রক্ত দান করলেন। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা এদিন শিবিরে এসে রক্ত সংগ্রহ করেন। একইসঙ্গে এদিন রক্তদাতাদের হাতে চারাগাছও এই উপলক্ষ্যে তুলে দেওয়া হয়। পিতা প্রতাপ চন্দ্র দাস জানান, " ছেলের জন্মদিনে আড়ম্বরের পরিবর্তে আর্ত ও মুমূর্ষু রোগীদের জন্য রক্তদান শিবির করতে পেরে পেরে আমি খুবই আনন্দিত। তিনি আরো বলেন, এটাই এ পর্যন্ত আমার জীবনের শ্রেষ্ঠ পাওনা  আমাদের এই উদ্যোগ দেখে কোনো মানুষ যদি এভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করতে এগিয়ে আসেন তার অনুরোধও প্রতাপবাবু করেন এবং রক্তদাতাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনীশের মা  মৌসুমী দেবনাথ বলেন, "  আমরা সমাজবদ্ধ জীব, তাই রক্তদান করাটা আমাদের সামাজিক দায়িত্ব। প্রতি বছর আমরা এইভাবেই আমাদের পুত্র অনীশের জন্মদিন পালন করবো।"

 আজকে যাঁরা রক্তদান করলেন তাঁদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মৌসুমী ও প্রতাপ এবং রক্তের ঘাটতি মেটাতে ও মানুষের জীবন বাঁচাতে রক্তদানে সকলকে এগিয়ে আসার অনুরোধও করেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages