অসহায় পাহাড়বাসীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলো বাগডোগরা যুব সমাজ
করোনা কালে অসহায় পাহাড়বাসীর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলো বাগডোগরা যুব সমাজ।
আপার দুধিয়ার দাম্পেটা নামের এক পাহাড়ি গ্রামে অসহায় মানুষের মাঝে শুকনো খাবার তুলে দেওয়া হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ে লাগাতার অসহায় মানুষের পাশে দাড়াচ্ছেন বাগডোগরার কয়েকজন যুবা। এদিনও তার ব্যতিক্রম ছিলো না।
রাজেশ দে, কল্যাণ দাস, পার্থ প্রতিম রায়, আণবিক জোয়ারদার আজ দাম্পেটায় প্রায় ২৫-৩০ জনের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দেন।
পার্থ প্রতিম রায় বলেন- যাতায়াতের উপর বিধি নিষেধ থাকায় পাহাড়ের মানুষেরা সমতলে আসতে পাড়ছে না, ফলে তারা অনেকেই খাদ্য সঙ্কটে রয়েছেন। আগামীতেও আমরা এই সমস্ত এলাকায় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবো।
No comments:
Post a Comment