Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, June 22, 2021

বাড়িতে গিয়ে সকল নাগরিকদের টিকাকরণের দাবি সহ একাধিক দাবিতে দিনহাটা পৌরসভায় ডেপুটেশন

বাড়িতে গিয়ে সকল নাগরিকদের টিকাকরণের দাবি সহ একাধিক দাবিতে দিনহাটা পৌরসভায় ডেপুটেশন




পৌরসভার অন্তর্ভুক্ত প্রতিটি বাড়িতে গিয়ে সকল নাগরিকদের টিকাকরণের দাবি সহ একাধিক দাবিতে এদিন দিনহাটা পৌরসভায় ডেপুটেশন দিল দিনহাটা মহুকমা বামফ্রন্ট।

এদিন দিনহাটা মুহুকুমা বামফ্রন্টের পক্ষে প্রবীর পাল,শুভ্রালোক দাস,অমিত মিত্র,বিকাশ মন্ডল প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধি দল গিয়ে দিনহাটা পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক এর হাতে তাদের স্বারকলিপি তুলে দেন।

শুভ্রালোক দাস বলেন দ্রুত বাড়ি বাড়ি গিয়ে সকলের টিকাকরণ শুরু করতে হবে,লকডাউনে আয়কর পরিসীমার বাইরে সকল পরিবারকে মাসে ৭,৫০০ টাকা অনুদান দিতে হবে,আক্রান্ত পরিবারগুলোকে সঠিক চিকিৎসা,ওষুধ ও খাবারের ব্যবস্থা করতে হবে,এলাকা ও বাজার স্যানিটাইজ নিয়মিত করতে হবে,বড়নাচিনা ঘাটে দ্রুত বৈদ্যুতিক চুল্লি চালু করতে হবে সর্বোপরি দ্রুত পৌর নির্বাচন করে জনপ্রতিনিধিদের হাতে পৌরসভার কার্যভার তুলে দিতে হবে -এই দাবিগুলিতে আমরা আজ মুহুকুমা বামফ্রন্টের পক্ষ থেকে পৌরসভার আধিকারিককে ডেপুটেশন দিলাম আশাকরি উনি দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages