Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 1, 2021

প্রিয় চিকিৎসককে কবিতায় শুভেচ্ছা জানালো দিনহাটার ঔষধ ব্যবসায়ী

প্রিয় চিকিৎসককে কবিতায় শুভেচ্ছা জানালো দিনহাটার ঔষধ ব্যবসায়ী

some people with doctor


"ওপরে ভগবান আর নীচে ডাক্তার। "

চিকিৎসক দিবসে প্রিয় চিকিৎসক ডাঃ উজ্জ্বল আচার্য কে শুভেচ্ছা জানালো দিনহাটার আবু আরশাদ আয়ুব নামে এক ঔষধ ব্যবসায়ি। এদিন আবু আরশাদ তার নিজের লেখা কবিতা, ফুল ও উত্তরীয় দিয়ে  ডাঃ উজ্জ্বল আচার্য কে শুভেচ্ছা জানান।

আবু আরশাদ আয়ুব ঔষধের ব্যবসার পাশাপাশি কবিতা লেখেন,সঞ্চালনা করেন ও অভিনয়ও করেন।

ডাঃ উজ্জ্বল আচার্য বহুমুখী প্রতিভার এক বিরল দৃষ্টান্ত তাই তাকে নিয়ে তিনি কবিতা লেখেন আর যেহেতু ডাক্তার বাবু বিবর্তন সাহিত্য গোষ্ঠীর কর্ণধার তাই কবিতার নাম দেন " উজ্জ্বল আলোকময় বিবর্তন। "

এদিন শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব, নাট্যব্যক্তিত্ব কল্যানময় দাস, হসপিটাল সুপার ডাঃ রনজিত মন্ডল ও আরও অনেকে।


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages