প্রিয় চিকিৎসককে কবিতায় শুভেচ্ছা জানালো দিনহাটার ঔষধ ব্যবসায়ী
"ওপরে ভগবান আর নীচে ডাক্তার। "
চিকিৎসক দিবসে প্রিয় চিকিৎসক ডাঃ উজ্জ্বল আচার্য কে শুভেচ্ছা জানালো দিনহাটার আবু আরশাদ আয়ুব নামে এক ঔষধ ব্যবসায়ি। এদিন আবু আরশাদ তার নিজের লেখা কবিতা, ফুল ও উত্তরীয় দিয়ে ডাঃ উজ্জ্বল আচার্য কে শুভেচ্ছা জানান।
আবু আরশাদ আয়ুব ঔষধের ব্যবসার পাশাপাশি কবিতা লেখেন,সঞ্চালনা করেন ও অভিনয়ও করেন।
ডাঃ উজ্জ্বল আচার্য বহুমুখী প্রতিভার এক বিরল দৃষ্টান্ত তাই তাকে নিয়ে তিনি কবিতা লেখেন আর যেহেতু ডাক্তার বাবু বিবর্তন সাহিত্য গোষ্ঠীর কর্ণধার তাই কবিতার নাম দেন " উজ্জ্বল আলোকময় বিবর্তন। "
এদিন শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিশ্বনাথ দেব, নাট্যব্যক্তিত্ব কল্যানময় দাস, হসপিটাল সুপার ডাঃ রনজিত মন্ডল ও আরও অনেকে।
No comments:
Post a Comment