মেদিনীপুরে ভ্যাকসিনেশনে দালালরাজ বন্ধ করতে আন্দোলনে রেড ভলান্টিয়াররা
নিজস্ব সংবাদদাতা, শচীন পাল:-
মেদিনীপুর শহরে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে করোনা ভ্যাকসিন টিকাকরণে দালাল রাজের অভিযোগ তুলে,দালাল রাজের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধে দ্রুত কার্য্যকরী পদক্ষেপ নেওয়া ও দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থার আর্জি জানিয়ে বৃহস্পতিবার সকালে কোতয়ালী থানা ও পশ্চিম মেদিনীপুর জেলার সি এম ও এইচ-এর কাছে ডেপুটেশন দেওয়া হলো মেদিনীপুর শহরের বাম ছাত্র-যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই নেতৃত্বাধীন রেড ভলান্টিয়ারদের উদ্যোগে।
অনুসন্ধান করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশ কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিকারিক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
বৃহস্পতিবারের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেড ভলেন্টিয়ারদের কনভেনর সুব্রত চক্রবর্তী,যুবনেতা মানস প্রামানিক, সুব্রত ডল, ছাত্রনেতা অভিষেক চ্যাটার্জী, বিশ্বজিৎ ঘোষ, সৃজিতা দে বক্সী সহ অন্যান্য নেতৃত্ব।
No comments:
Post a Comment