Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, July 16, 2021

আন্তর্জালিক আলোচনাসভা ও আন্তর্জালিক ত্রৈমাসিক পত্রিকা -আলোক তরীর শুভ প্রকাশ

আন্তর্জালিক আলোচনাসভা ও আন্তর্জালিক ত্রৈমাসিক পত্রিকা -আলোক তরীর শুভ প্রকাশ 



সুজাতা ঘোষ,বাগডোগরা:

শিলিগুড়ি কেন্দ্রিক বিজ্ঞানবন্ধু সংস্থা "এসোসিয়েশন ফর লিবারেল লার্নিং এন্ড রিসার্চ"-এর উদ্যোগে গত বৃহস্পতিবার ১৫ই জুলাই ২০২১, তাঁদের ষষ্ঠ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি উচ্চমানের আন্তর্জালিক আলোচনাসভার আয়োজন করা হয় ।

 আলোচনার প্রধাণ বক্তা ছিলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর প্রখ্যাত চিকিৎসক, প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. কল্যাণ খান । উনি বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদেরকে জীবনবোধ ও দৃঢ় সচেতনতা সম্পর্কে একটি খুবই মূল্যবান ও শিক্ষামূলক পাঠদান করেন । অত্যন্ত সহজভাবে তিনি আগামীদিনের সফলতার দিকনির্দেশ করলেন ।তাঁর হাত ধরেই পথচলা শুরু করলো এই সংস্থার আন্তর্জালিক ত্রৈমাসিক পত্রিকা "আলোক তরী" ।



 সংস্থার সচিব ড. প্রণব কৃষ্ণ চন্দ এই পত্রিকার কথা বলতে গিয়ে বলেন যে, এই পত্রিকার একমাত্র উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি ভালোবাসা গড়ে তোলা । অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সচিব ড. প্রণব কৃষ্ণ চন্দ । অনুষ্ঠানের সূত্রকে সুচারু ভাবে বেঁধে রেখেছিলেন সংস্থার তিন অন্যতম সদস্য শ্রী কনাদ দত্ত , শ্রী শুভাশিস কুন্ডু  ও শ্রীমান সদর শেখ ।

 অনুষ্ঠানের একটি বিশেষ পর্যায়ে জাতীয় শিশুবিজ্ঞান মঞ্চের ছয় জন শিক্ষক - শিক্ষিকা, যথা,  শ্রী অমৃতেন্দু চ্যাটার্জী, শ্রী দেবর্ষি ভট্টাচার্য, শ্রী নয়ন সাহা, শ্রী বিল্লাল লায়েক, শ্রীমতি সৌমিতা সাহা ও শ্রীমতি চৈতালি ঘোষ, তাঁদের বিভিন্ন বৈজ্ঞানিক কর্মকান্ডের বিষয়ে ব্যাখা করে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন ।

এই সকল বক্তব্যের পরিশেষে সংস্থার সহ-সভাপতি ড. নীতা মিত্র চন্দ উপস্থিত সকল অংশগ্রহণকারীদের এইপ্রকার উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান ও বলেন যে তাঁদের সংস্থা সর্বপ্রকার উপায়ে সমাজের প্রতিস্তরে পরিবর্ধনমূলক কাজ করে যেতে চান । এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অভিভাবকগণ, বিভিন্ন স্কুলের একাধিক সন্মানীয় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন , তারা এই সংস্থার বিভিন্ন অনুপ্রেরণামূলক কর্মকাণ্ডের আগামী প্রচেষ্টার প্রতি তাঁদের শুভকামনা জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages