Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 11, 2021

দুঃস্থ,মেধাবী কলেজছাত্রীর পাশে দাঁড়ালেন শিক্ষক

দুঃস্থ,মেধাবী কলেজছাত্রীর পাশে দাঁড়ালেন শিক্ষক





নয়াগ্রামের দুঃস্থ,মেধাবী কলেজছাত্রীর পাশে দাঁড়ালেন গোপীবল্লভপুরের স্কুল শিক্ষক।



শচীন পাল ঝাড়গ্রাম:-



মানবিক মুখ নিয়ে এগিয়ে এসে দুঃস্থ,মেধাবী কলেজছাত্রীর পাশে দাঁড়িয়ে আরো একবার মানবিকতার নিদর্শন স্থাপন করলেন শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী।



ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ছোটো খাকরি গ্রামের বাসিন্দা বিমল মাহাত উৎসব,অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করে যে অর্থ অর্জন করেন, সেই অর্জিত অর্থেই স্ত্রী,পুত্র ও দুই কন্যাসহ পরিবারের পাঁচ সদস্যের জীবনযাত্রা অতিবাহিত হয় l বর্তমান করোনা উদ্ভূত পরিস্থিতিতে তিনি কর্মহীন। বিমল বাবুর বড় মেয়ে বৈশাখী মাহাত ঝাড়গ্রাম রাজ কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। অর্থাভাবে ফোর্থ সেমিস্টারের জন্য প্রয়োজনীয় পুস্তক এখনো সে সংগ্রহ করে উঠতে পারেনি l




তাছাড়াও এই মেধাবী শিক্ষার্থী স্নায়ুর রোগে আক্রান্ত l প্রয়োজনীয় জীবনদায়ী ঔষধ ক্রয় করা কর্মহীন ওই পরিবারটির পক্ষে এখন সম্ভব হয়ে উঠছে না l তাই এই পরিবারটি কঠিন বাস্তবের সম্মুখীন l খবর পেয়ে পরিবারটির সাথে যোগাযোগ করেন এবং পরিবারটির পাশে যেয়ে দাঁড়ান জঙ্গলমহল এলাকার মানবদরদী শিক্ষক হেরম্ব বাবু l




রবিবার দিন হেরম্ব বাবু ওই পরিবারটির বাড়িতে গিয়ে বই,খাতা,কলম সহ বিভিন্ন পাঠ্য সহায়ক উপকরণ এই মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেন l এছাড়াও ছাতু, দুধ, বিস্কুট, সোয়াবিন, হরলিক্স প্রভৃতি খাদ্যদ্রব্য এবং সাবানগুড়ি,সাবান,স্যাম্পু, মাক্স প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং এই মেধাবী শিক্ষার্থীর চিকিৎসার জন্য নগদ কিছু অর্থ পরিবারটির হাতে তুলে দেন তিনি।




উল্লেখ্য, হেরম্ব বাবুর বাড়ি বাঁকুড়া জেলার তালডাংরা থানার হাড়মাসড়া গ্রামে l বর্তমানে তিনি জঙ্গলমহল এলাকা হিসেবে পরিচিত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের অন্তর্গত নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ের শিক্ষক । শিক্ষা দানের পাশাপাশি মানব সেবাকেও নিজের জীবনের ব্রত করে নিয়েছেন তিনি l আর এভাবেই আগামী দিনে এগিয়ে যেতে চান বলে জানান তিনি l

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages