Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 11, 2021

চাকরির পরীক্ষার প্রস্তুতির পরীক্ষা দিনহাটায়

চাকরির পরীক্ষার প্রস্তুতির পরীক্ষা দিনহাটায় 

mock test dinhata


আজ দিনহাটা বীরেন পোদ্দার স্টাডি সেন্টার এর পরিচালনায় চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কোভিড বিধি মেনে মক টেস্ট অনুষ্ঠিত হয় দিনহাটা ১ নং ব্লক বিডিও অফিস হল ঘরে।


সমস্ত রকম কোভিড বিধি ও শারীরিক দূরত্ব মেনেই এদিনের এই মক টেস্ট অনুষ্ঠিত হয়।পরীক্ষা শুরুর আগে ছাত্র-ছাত্রীদের চাকরির পরীক্ষার প্রস্তুতির বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট অধ্যাপক জয়দীপ সরকার, প্রাক্তন শিক্ষক বীরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, বিশিষ্ট শিক্ষক প্রলয় ভট্টাচার্য, বীরেন পোদ্দার স্টাডি সেন্টার পরিচালন সমিতির সভাপতি মালতী রায় পোদ্দার, সম্পাদক জয় চৌধুরী অন্যান্য শিক্ষকেরা।




আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই ধরনের চাকরির প্রস্তুতির পরীক্ষা দিনহাটাতে এই সর্বপ্রথম।এদিন মোট ১০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে,দুটি ভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


তাঁরা আরও জানান আগামীতেও এরকম মক টেস্ট তাঁরা ধারাবাহিক ভাবে আয়োজন করবেন ছাত্র-ছাত্রীদের প্রস্তুতির সুবিধার্থে। 

এরম ধরনের মক টেস্টে বসতে পেরে সাধারণ ছাত্র-ছাত্রীরাও বেশ উচ্ছসিত। এছাড়াও  কর্মপ্রার্থী দিনহাটাবাসী ছাত্র - যুব - ভাই ও বোনেদের জন্য CUT OF CLEAR সম্পূর্ণ বিনামূল্যে  ই-ম্যাগাজিনের ব্যবস্থা আছে, ফেসবুক পেজ BPSC তে । 

মক টেস্টের অঙ্কের সমাধান সহ সমস্ত বিষয় BPSC র ইউটিউব চ্যানেল  তে আছে। কোরনা আবহে ঘরবন্দী ছাত্র - ছাত্রীদের প্রযুক্তি নির্ভর পঠন - পাঠন বিনামূল্যে চালিয়ে যেতে-যোগাযোগ নং- 9832852777

হোয়াটস্যাপ নং 8509288385

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages