Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, July 26, 2021

বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুর পাশে দাড়ালো Astute Outsourcing services Private limited এর CEO

বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুর পাশে দাড়ালো Astute Outsourcing services Private limited এর CEO




এক মুঠো স্বপ্ন পরিবারের হাত ধরে সুদূর দিল্লি থেকে ধানঘোরী, সাঁকরাইলের এক ছোট্ট বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চার কাছে হুইল চেয়ার, নুতুন জামা ও পড়ার সরঞ্জাম পৌঁছে দিলেন Astute Outsourcing services Private limited এর CEO মাননীয়া তাপসী চক্রবর্তী।



ধানঘোরী, সাঁকরাইল ব্লকের গুরুচরণ বারিক, পেশায় দিনমজুর।তার দুটি ছেলে, সুস্থ সবল ছিল। দুজনই চতুর্থ শ্রেণীর পড়ার সময় হঠাৎ করে পড়ে পাগুলো অচল হয়ে যায়।বাবা পেশায় দিনমজুর হওয়ায় সেরকম চিকিৎসার ব্যাবস্থাও করে উঠতে পারেননি। বড় ছেলের একটা হুইল চেয়ার একটা সংস্থা দিয়েছিল। কিন্তু ছোট ছেলে সন্দীপের বয়স এর একটা হুইল চেয়ার প্রয়োজন। অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া গুরুচরণ বারিক বাবুর একটি হুইল চেয়ার কেনার সাধ্য নেই। পড়াশুনা করতে যেতে পারে না ঠিকমত ছোট্ট সন্দীপ। পরিবারের সবসময় সম্ভব হয়ে উঠে না বাচ্চাটিকে বয়ে নিয়ে যাওয়ার। 



ধানঘোরী প্রাইমারি স্কুলের শিক্ষক সৌমেন মান্না। একমুঠো স্বপ্ন পরিবার এর সাথে যোগাযোগ করেন। এবং বিষয় টা জানান। একমুঠো স্বপ্ন পরিবার খবর পাওয়ার পর যোগাযোগ করেন একমুঠো স্বপ্ন পরিবার এর শুভাকাঙ্ক্ষী, পথপ্রদর্শক দিল্লি নিবাসী তাপসী চক্রবর্তীর সাথে। মানবিক তাপসী চক্রবর্তী সূদূর দিল্লি থেকে ছোট সন্দীপ এর জন্য একটি হুইল চেয়ার,সন্দীপ ও তার দাদার জন্য নুতুন জামা ও পড়ার সরঞ্জাম প্রভৃতি পাঠিয়ে দেন।



ছোট সন্দীপ হুইল চেয়ার , নুতুন জামা ও পড়ার সরঞ্জাম পেয়ে খুব খুশি।একমুঠো স্বপ্ন পরিবার এর সদস্য সুমিত দাস জানান মানবিক তাপসী চক্রবর্তীর কাছে একমুঠো স্বপ্ন পরিবার কৃতজ্ঞ। সন্দীপ পড়াশোনা করুক। একমুঠো স্বপ্ন পরিবার কাছে আছে। মানবিক তাপসী চক্রবর্তীর এই মানবিক উদ্যোগ কে সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages