Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, July 26, 2021

কলেজ গ্রাউন্ড ফুটবল একাডেমীর উদ্যোগে রক্তদান শিবির

কলেজ গ্রাউন্ড ফুটবল একাডেমীর উদ্যোগে রক্তদান শিবির




নিজস্ব সংবাদদাতা, শচীন পাল


রবিবার কলেজ গ্রাউন্ড ফুটবল এ‍কাডেমির উদ্যোগে, মেদিনীপুর ম‍েডিক‍্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব‍্যাঙ্কে অনুষ্ঠিত হলো একটি ইন হাউস রক্তদান শিবির। এই শিবিরে দুজন মহিলা সহ মোট ৩১ জন রক্তদাতা রক্তদান করেন। এরমধ্যে প্রথমবারের জন্য রক্তদান ৯ জন রক্তদান করেন ।


কলেজ গ্রাউন্ড ফুটবল একাডেমির সভাপতি মহম্মদ শামীমের মা জাহানারা বেগম ৫৫ বছর বয়সে এই শিবিরে রক্তদান করেন। ফুটবল একাডেমির সদস্য, একাডেমির ছাত্র ও একাডেমীর শুভানুধ্যায়ী ও পরিচিতরা রক্তদান করেন।



প্রত‍্যেক রক্তদাতার হাতে একাডেমির পক্ষ থেকে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি মহম্মদ শামীম, সম্পাদক প্রশান্ত রুইদাস, সাংস্কৃতিক সম্পাদক সুভাষ জানা ও রঞ্জন সূর, সদস্য হেমন্ত দাস, সম্রাট দাস, নিরঞ্জন সিং, প্রিয়নাথ মান্ডী,হেদায়তুর খানসহ অন‍্যান‍্যরা।

 

সম্পাদক প্রশান্ত রুইদাস বলেন "ছেলেমেয়েরা খেলাধুলায় আরও বেশি পরিমাণে এগিয়ে আসুক। আমরা তাদের সাধ্যমত সাহায্য করবো। মুমুর্ষ রোগীদের প্রয়োজনে এই শিবির আয়োজন করতে পেরে আমরা খুশি"

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages