বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি
শচীন পাল, ঝাড়গ্রাম:-
বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে ইকোপার্কে বনমহোৎসব সূচনা করে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি-ই রক্ষক। এই বার্তা কে সামনে রেখে আজ বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধীর নেতৃত্বে গঙ্গাবাঁধ এলাকার রাস্তার দুই পাশে চারা গাছ রোপন করে বনমহোৎসব পালন করা হয়। বেলিয়াবেড়া থানার এহেন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
No comments:
Post a Comment