প্রকাশিত হল রবিবারের ক্যানভাস - ১৮ই জুলাই, ২০২১
সাহিত্য আমাদের দেখায় নতুন স্বপ্ন, নতুন স্বপ্নে পাড়ি দিয়ে মনে মনে, আত্মায় আত্মায় মিলনের কেন্দ্রে পৌঁছাতেই পারলেই আমরা খুশি। একাধিক নতুন কবি-লেখকের লেখা স্থান দিয়ে সাহিত্যের আঙিনায় তাঁদের পরিচয় করিয়ে দিতে পারলেই আমরা সফল। আজকের এই ডিজিটাল দুনিয়া মজে আছে সোশ্যাল মিডিয়ায়। হাসি, কৌতুক, আনন্দ নিয়েই তাঁরা ব্যস্ত। লেখনীর রাশও চলে গেছে সেই ডিজিটাল মিডিয়ার হাতেই। ই-বুক, ই-পত্রিকায় ছড়াছড়ি। ডিজিটাল মাধ্যমেও জায়গা করে নিয়ে সাহিত্য। সাহিত্যের মাধ্যমে মানুষের মাঝে মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সুস্থ পরিবেশ গঠন করতে পারলে এবং সাহিত্য জগতে নতুন কুড়িকে ফুটিয়ে তোলার পাশাপাশি বিশিষ্ট জনেদের বার্তা সকল পাঠক সমাজের কাছে পৌঁছে দিতে পারলে আমাদের স্বপ্ন সার্থক হবে।
একলব্য প্রকাশনীর সহযোগিতায় সংবাদ একলব্য—অনলাইন নিউজ পোর্টালের সাহিত্য সংক্রান্ত পাতা এক দল কবি- সাহিত্যিকের লেখনীতে সমৃদ্ধ হোক এটাই আমাদের একমাত্র চাওয়া। প্রতি সপ্তাহের প্রতি রবিবার প্রকাশ হয় এই পাতা। আজকের এই কর্মযজ্ঞে যারা সহযোগিতার হাত দিয়ে বাড়িয়ে দিয়েছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ। যেসকল কবি, লেখকের লেখায় সমৃদ্ধ তাঁদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই সাহিত্য পাতার প্রকাশের অপেক্ষায় থাকা সকল পাঠক সমাজকে আমার ধন্যবাদ।
No comments:
Post a Comment