Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, July 19, 2021

এবার 'দুয়ারে শিক্ষক', পাঠদানে অভিনব উদ‍্যোগ শিক্ষকের

এবার 'দুয়ারে শিক্ষক', পাঠদানে অভিনব উদ‍্যোগ শিক্ষকের




শচীন পাল ,ঝাড়গ্রাম:-




করোনা উদ্ভুত পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ বিদ্যালয় শ্রেণীকক্ষে পাঠ দান প্রক্রিয়া l শিক্ষার্থীদের প্রাণচঞ্চলতায় আবার কবে মুখরিত হয়ে উঠবে শিক্ষাঙ্গন, তা সকলেরই অজানা l এমতাবস্থায় স্কুল গুলি চালু করেছে অনলাইনে পাঠদান প্রক্রিয়া l কিন্তু সমস্ত শিক্ষার্থীর স্মার্ট ফোন না থাকায় তারা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না l ফলে শিক্ষার্থীদের সাথে শিক্ষক-শিক্ষিকাদের দূরত্ব বেড়েছে অনেকটাই l এই অবস্থায় দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিভাগের ছাত্র ছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার খোঁজ নিলেন এবং তাদের হাতে পঠন উপযোগী বিভিন্ন উপকরণ তুলে দিলেন শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী।




জঙ্গলমহল এলাকা হিসেবে পরিচিত ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের অন্তর্গত নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের সংস্কৃত বিষয়ের শিক্ষক হেরম্ব নাথ বাবু l দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে পঠন উপযোগী বিভিন্ন উপকরণ তাদের হাতে তুলে দিলেন তিনি l জানা গিয়েছে, নয়াবসান, সিজুয়া,ভোলা, বেলদুয়ার,ধর্মপুর সহ আশেপাশের প্রায় দশটি গ্রামের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে l দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ে পাঠরত প্রত্যেক ছাত্রছাত্রীর বাড়ি গিয়ে তাদের সাথে দেখা করছেন, উৎসাহ দিচ্ছেন এবং পঠন উপযোগী বিভিন্ন উপকরণ তাদের হাতে তুলে দিচ্ছেন তিনি l ছাত্রছাত্রীরা তো ভাবতেই পারেনি, স্যার তাদের বাড়িতে এসে পঠন উপযোগী এই সমস্ত উপকরণ দিয়ে যাবেন l




স্যারের এই আন্তরিক প্রচেষ্টায় তারা এতটাই আপ্লুত যে,সেই গ্রামে তাদের অন্যান্য সহপাঠীদের বাড়ি তারাই সাথে করে স্যারকে নিয়ে গিয়েছে l হেরম্ব বাবু জানান, যেহেতু এখন বিদ্যালয় শ্রেণিকক্ষে পাঠদান প্রক্রিয়া বন্ধ আছে, তাই অনলাইন ক্লাস নেওয়ার পাশাপাশি এভাবে আগামীদিনেও ছাত্র-ছাত্রীদের বাড়িতে এসে পঠন উপযোগী বিভিন্ন উপকরণ দিয়ে যাবেন l ছাত্র-ছাত্রী,অভিভাবক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই শিক্ষকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages