মুক্তি পেল মন পাখি প্রোডাকশনের নতুন গান 'প্রিয়ার মনোত আছে কায়', দেখুন ভিডিও
মুক্তি পেল মন পাখি প্রোডাকশনের নতুন গান 'প্রিয়ার মনোত আছে কায়'। পশ্চিমবাংলার সীমান্তবর্তী শহর দিনহাটা মন পাখি প্রোডাকশনের কেন্দ্র বিন্দু। আর সেই প্রান্তিক শহর থেকে উঠে আজ উত্তর বঙ্গ ও আসামে বেশ পরিচিত নাম হয়ে উঠেছে 'মন পাখি প্রোডাকশন'।
হামরা কোচবিহার বাসী', 'ভালোবাসং কবারে পায় না', 'আমরা কি আনন্দ করবো না', 'করবো নাকি পুজোয় আনন্দ' সহ একাধিক গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শক মহলের কাছে। এবার তাঁরা হাজির করলো আরও একটি নতুন গান 'প্রিয়ার মনোত আছে কায়'।
গানটির লিরিক্স রয়েছেন মনপাখি প্রোডাকশনের কর্ণধার রফিকুল ইসলাম এবং টিউনে রয়েছেন বাংলাদেশের সফিকুল ইসলাম। গানটি গেয়েছেন গিদাল সুজিত ও মধুমিতা। গানের ভিডিওতে অভিনয় করেছেন সুশান্ত ও অনন্যা। এছাড়াও রয়েছেন বাপি ও রফিকুল। রবিবার গানটি প্রকাশ পায়।
আজই মুক্তি পেয়েছে প্রিয়ার মনোত আছে কায় গানটি। মনপাখি প্রোডাকশনের কর্ণধার রফিকুল ইসলাম জানান, আমরা দর্শকদের কাছে পৌঁছাতে পেরে আনন্দিত। সকল দর্শক বৃন্দদের ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। আগামীতে আরও নতুন কিছু নিয়ে যেন হাজির হতে পারি আশা রাখছি।
মুক্তি পেল মনপাখি প্রোডাকশনের নতুন গান 'প্রিয়ার মনোত আছে কায়'
Posted by Sangbad Ekalavya on Monday, July 19, 2021
No comments:
Post a Comment