বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান আট পরিবারের
ধূপগুড়ি,জয়ন্ত বর্মন :
একদিকে যখন বিজেপি বিধায়ক বনমহোৎসব পালন করছেন তখন অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সোমবার ঠিক এই ছবিই দেখা গেল ধূপগুড়ি ব্লকের বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েত এলাকায়। সোমবার দুপুরে বারঘড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের একদিকে বনমহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করলেন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়।
অন্যদিকে সন্ধ্যায় প্রধানপাড়া এলাকার ৮ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এদিন প্রধানপাড়া স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ের যোগদান সভায় নবাগতদের হাতে পতাকা তুলে দেন ধূপগুড়ি গ্ৰামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কমলরঞ্জন সরকার। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ মজুমদার, তৃণমূল যুব কংগ্রেসের নেতা রশিদুল ইসলাম, আবু তাহের, আব্বাস আলী, মনীষ রায় সহ অনেকে।
উল্লেখ্য ভোটের পর থেকেই রাজ্যের শাসকদল তৃণমূলে নাম লেখাচ্ছেন অনেকেই। নেতাদের পাশাপাশি এই দলে রয়েছেন বিভিন্ন দলের কর্মী, সমর্থকরা। আগামী ভোটে ভালো ফল করবেন বলে মনে করছেন তৃণমূলের একাংশ।
এর আগেও শহর ছাড়া গ্রামীণ এলাকাতেও বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দেখা গিয়েছিল তবে মনে করা হচ্ছে কিছুদিন পরপরই যোগদান অব্যাহত ধূপগুড়িতে।
No comments:
Post a Comment