Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, July 22, 2021

পর্যটকদের বিধিনিষেধ শিথিলের দাবি নিয়ে জেলাশাসকে স্মারক লিপি দিল পর্যটন ব্যবসায়ীর

পর্যটকদের বিধিনিষেধ শিথিলের দাবি নিয়ে জেলাশাসকে স্মারক লিপি দিল পর্যটন ব্যবসায়ীর




সংবাদদাতা,মালবাজার-


বুধবার জলপাইগুড়ি জেলায় পর্যটকদের রিসোর্ট বা হোটেলে থাকার ক্ষেত্রে তাদের র‍্যাপিড টেস্টের নেগেটিভ রিপোর্ট কে মান্যতা দেওয়ার দাবিতে জলপাইগুড়ি জেলা শাসককে স্মারকলিপি দেওয়া দিল রিসোর্ট মালিকদের সংগঠন গরুমারা টুরিসাম ওয়েলফেয়ার এসোসিয়েসন।সংগঠনের তরফে জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু কে তার অফিসে গিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়।



উল্লেখ্য, সম্প্রতি জলপাইগুড়ি জেলা শাসক এক বিজ্ঞপ্তি জারি করে।তাতে হোটেল বা রিসোর্টে আসা পর্যটকদের ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকলে অথবা আরটিপিসিআর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলেই তারা রিসোর্ট বা হোটেলে থাকতে পারবে।এই নির্দেশিকার ফলে ঘোর চিন্তায় পড়ে পর্যটন ব্যাবসায়ীরা।তাদের দাবি আরটিপিসিআর টেস্ট খুব খরচদায়ী ও সরকারিভাবে সেই টেস্টের রিপোর্ট অনেক দেরিতে আসে।রেপিড টেস্ট খুব তাড়াতাড়ি হয়।তার রিপোর্টও সাথে সাথে পাওয়া যায়।বেশ কয়েকটি জেলায় রেপিট টেস্ট কে মান্যতা দেওয়া হলেও জলপাইগুড়ি জেলায় তা করা হয়নি।এছাড়াও অন্যান্য দাবিও জানানো হয়।


জেলা শাসক দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বলে জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীর।

এদিনের স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন গরুমারা টুরিসাম ওয়েলফেয়ার এসোসিয়েসনের সম্পাদক দেব কমল মিশ্র, সহ সম্পাদক শেখ জিয়াউল রহমান, সহ সভাপতি পরিমল রাউথ, মহেশ্বতা রায় প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages