প্রগতি কলেজ অফ্ এডুকেশন' এর 'ভানু জয়ন্তী' দিবস উদযাপন
সুজাতা ঘোষ , বাগডোগরা:
আজ ১৩ ই জুলাই ২০২১ সাল 'ভানু জয়ন্তী' দিবস সেই উপলক্ষ্যে 'প্রগতি কলেজ অফ্ এডুকেশন' এর শিক্ষক ও শিক্ষার্থীরা নানা অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি পালন করলেন ৷
প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যাপিকা তানিয়া বাগচী ৷তারপর বক্তৃতা রাখেন শ্রদ্ধেয় অধ্যাপিকা মীনাক্ষী কুমারী ,তার ভানু ভক্ত আচার্য সম্পর্কিত নানা তথ্য সকলকে উদ্বুদ্ধ করে ৷
নেপালের প্রধান কবি ভানুভক্ত আচার্য সম্পর্কে বক্তৃতা রাখেন ডি.এল. এড. বিভাগের বিভাগীয় প্রধান , অধ্যাপক মৃন্ময় নাগ ৷ এরপর সঙ্গীত পরিবেশন করে ডি.এল. এড.এর শিক্ষার্থী তানিয়া চক্রবর্তী ৷ অধ্যাপিকা প্রতিক্ষা দিওয়ান নেপালি ভাষায় কবি ভানুভক্ত সম্পর্কে ধারণামূলক অসাধারণ বক্তৃতা রাখেন ,যা খুবই সমৃদ্ধ করেছে শিক্ষার্থীদের ৷এছাড়াও বাংলার অধ্যাপিকা ফাল্গুনী মন্ডল এবং ইংরেজিতে অধ্যাপিকা বিথী সরকার তথ্যসমৃদ্ধ এবং অনুপ্রেরণা মূলক জীবনী সম্বলিত কবি ভানুভক্ত উপর বক্তৃতা রাখেন ৷
নেপালি ভাষায় একটি সুন্দর কবিতা আবৃত্তি করে বি.এড এর শিক্ষার্থী বরখা রাই।এছাড়া বি.এড এর শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিতে বক্তৃতা দেয় আলিশা সুব্বা ও পুনম ভগৎ, নেপালি ভাষায় ইয়াঙ্কি লামা এবং বাংলাতে ডি.এল এড এর শিক্ষার্থী শতরূপা চট্টোপাধ্যায়৷
সঞ্চালনার দায়িত্বে ছিল দুই শিক্ষার্থী বিএড এর পুনম ভগৎ এবং ডি.এল.এড এর অনামিকা থাপা ৷ সমগ্র অনুষ্ঠানটিকে ক্রমান্বয়ে সজ্জিত করে পরিচালনা করেন কলেজের অধ্যাপিকা ফাল্গুনী মন্ডল এবং মহুয়া পাল ৷অনুষ্ঠানে অধ্যাপিকা কাকলি মজুমদার চাকির কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন ঘটে৷ 'প্রগতি কলেজ অফ এডুকেশন' নেপালী কবি তথা নেপালি ভাষার প্রতি যে মর্যাদা ও সম্মান প্রদর্শন করেছে সে বার্তাই সমাজের কাছে 'ভানু জয়ন্তী' দিবস উদযাপনের মধ্য দিয়ে পৌঁছে দিয়েছে ৷
No comments:
Post a Comment