Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, July 13, 2021

প্রগতি কলেজ অফ্ এডুকেশন' এর 'ভানু জয়ন্তী' দিবস উদযাপন

প্রগতি কলেজ অফ্ এডুকেশন' এর 'ভানু জয়ন্তী' দিবস উদযাপন 

bhanubhakta


সুজাতা ঘোষ , বাগডোগরা:

আজ ১৩ ই জুলাই ২০২১ সাল 'ভানু জয়ন্তী' দিবস সেই উপলক্ষ্যে 'প্রগতি কলেজ অফ্ এডুকেশন' এর শিক্ষক ও  শিক্ষার্থীরা নানা অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি পালন করলেন ৷


প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যাপিকা তানিয়া বাগচী ৷তারপর বক্তৃতা রাখেন শ্রদ্ধেয় অধ্যাপিকা মীনাক্ষী কুমারী ,তার ভানু ভক্ত আচার্য সম্পর্কিত নানা তথ্য সকলকে উদ্বুদ্ধ করে ৷  


নেপালের প্রধান কবি ভানুভক্ত আচার্য সম্পর্কে বক্তৃতা রাখেন ডি.এল. এড. বিভাগের বিভাগীয় প্রধান , অধ্যাপক মৃন্ময় নাগ ৷ এরপর সঙ্গীত পরিবেশন করে ডি.এল. এড.এর শিক্ষার্থী তানিয়া চক্রবর্তী ৷ অধ্যাপিকা প্রতিক্ষা দিওয়ান নেপালি ভাষায় কবি ভানুভক্ত সম্পর্কে ধারণামূলক অসাধারণ বক্তৃতা রাখেন ,যা খুবই সমৃদ্ধ করেছে শিক্ষার্থীদের ৷এছাড়াও বাংলার অধ্যাপিকা ফাল্গুনী মন্ডল এবং ইংরেজিতে অধ্যাপিকা বিথী সরকার তথ্যসমৃদ্ধ এবং অনুপ্রেরণা মূলক জীবনী সম্বলিত কবি ভানুভক্ত উপর বক্তৃতা রাখেন ৷ 


নেপালি ভাষায় একটি সুন্দর কবিতা আবৃত্তি করে বি.এড এর শিক্ষার্থী বরখা রাই।এছাড়া বি.এড এর শিক্ষার্থীদের মধ্যে ইংরেজিতে বক্তৃতা দেয় আলিশা সুব্বা ও পুনম ভগৎ, নেপালি ভাষায় ইয়াঙ্কি লামা এবং বাংলাতে ডি.এল এড এর শিক্ষার্থী শতরূপা চট্টোপাধ্যায়৷


 সঞ্চালনার দায়িত্বে ছিল দুই শিক্ষার্থী বিএড এর পুনম ভগৎ এবং ডি.এল.এড এর অনামিকা থাপা ৷ সমগ্র অনুষ্ঠানটিকে ক্রমান্বয়ে সজ্জিত করে পরিচালনা করেন কলেজের অধ্যাপিকা ফাল্গুনী মন্ডল এবং মহুয়া পাল ৷অনুষ্ঠানে অধ্যাপিকা কাকলি মজুমদার চাকির  কন্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন ঘটে৷ 'প্রগতি কলেজ অফ এডুকেশন' নেপালী কবি তথা নেপালি ভাষার প্রতি যে মর্যাদা ও সম্মান প্রদর্শন করেছে সে বার্তাই সমাজের কাছে 'ভানু জয়ন্তী' দিবস উদযাপনের মধ্য দিয়ে পৌঁছে দিয়েছে ৷

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages