Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 14, 2021

কাল ব্যাঙ্ক থেকে টাকা তুলতে আজ রাত থেকে লাইন ব্যাঙ্কে

কাল ব্যাঙ্ক থেকে টাকা তুলতে আজ রাত থেকে লাইন ব্যাঙ্কে

Bank of India





চলছে করোনা সংক্রমণ। জারি বিধি নিষেধ। কর্মহীন মানুষ। জমানো টাকা কিংবা বেকার ভাতা, বৃদ্ধ ভাতা-সহ একাধিক প্রকল্পের টাকা তুলতে ব‍্যাঙ্কমুখী মানুষ। এদিকে করোনা বিধি নিষেধের জের ব‍্যাঙ্কে লেনদেনের মেয়াদ দুপুর দুটো পর্যন্ত।


এই পরিস্থিতিতে প্রতিনিয়ত দিনহাটা মহকুমার ওকড়াবাড়ী বাজারে থাকা একমাত্র ব‍্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় ভিড় জমায় সাধারন মানুষ। আজ রাত দশটা থেকে ব্যাঙ্কের সামনে লাইনে দাঁড়িয়েছে বেশ কিছু মানুষ। লাইনে দাঁড়ানোর তালিকায় রয়েছে কয়েকজন বৃদ্ধ মানুষও। তাঁদের কথায়, সকালে এসে ব্যাঙ্কে টাকা মেলা খুব দায় পরে। ভোর বেলা থেকে লাইনে দাঁড়িয়ে তিন চার দিন ফিরে গেছে অবশেষে আজ রাতেই লাইনে দাঁড়িয়েছেন তাঁরা। এমনি চলছে বেশ কিছুদিন ধরে।


এদিন দেখা যায় অনেকেই ইট, পাথর দিয়েও লাইন দিয়ে রেখে এপাশ ওপাশ ঘোরাফেরা করছে। সারা রাত তাঁরা এভাবে কাটিয়ে আগামীকাল সকাল ১১টায় যখন ব্যাঙ্ক খুলবে তখন টাকা তুলেই বাড়ি ফিরবে বলে জানান তাঁরা। কয়েকজন খাবার জন্য রুটি পাউরুটিও নিয়ে হাজির হয়েছেন।


তাঁদের দাবি, ভোর রাত থেকে লাইনে থেকেও দুপুর দুটোয় ব‍্যাঙ্ক বন্ধ হয়ে যায়। প্রতিদিন এরকম থাকায় দুর্ভোগের মধ‍্যে পড়তে হয় তাঁদের। এই দীর্ঘ সময় লাইনে থেকে বিনা টাকায় ফিরতে হয় বাড়ি। ফলে আজ রাতেই লাইনে তাঁরা।


এদিকে আজ দুপুরেই ব‍্যাঙ্কের স্টাফদের বিরুদ্ধে চড়াও হয়েই বসে পথ অবরোধে বসে বেশ কিছু গ্রাহক।প্রায় এক দেড় ঘন্টা পথ অবরোধে চলার পর ঘটনাস্থলে পোঁছায় দিনহাটা থানার পুলিশ। ব‍্যাঙ্ক ম‍্যানোনেজারের সাথে কথ বলে ঘটনার মীমাংসা করার চেষ্টা করে। জানা যায়, আগামীকাল থেকে ব‍্যাঙ্কে দুটি ক‍্যাশ কাউন্টার করার প্রতিশ্রুতি দিয়েছে ম‍্যানেজার। অবশেষে পথ অবরোধ তুলে নেন গ্রাহকরা।

1 comment:

Post Top Ad

Your Ad Spot

Pages