তৃণমূল জেলা সম্পাদকের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন বিজেপি কর্মী সমর্থকরা
ধূপগুড়ি:-
মঙ্গলবার সন্ধ্যায় ধূপগুড়ি পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের শতাধিক বিজেপি কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। ধূপগুড়ি পৌরসভা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং এর ব্যক্তিগত অফিসে ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যোগ দান কর্মসূচী পালন করা হয়।
এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর তুষার মন্ডল সভাপতি হরীদাস কর। ধূপগুড়ি পৌরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং দল ত্যাগ করা বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন।
আগামী বছর ধূপগুড়ি পৌরসভা নির্বাচন, নির্বাচনের ঠিক এক বছর আগেই ঘর গোছাতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস।
বিজেপি ছেড়ে আসা কর্মী সন্তোষ রাম বলেন বিজেপিতে থাকাকালীন কোন সুযোগ সুবিধা পায়নি আমরা, তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল সম্পাদক রাজেশ কুমার সিং জানান লোকসভা নির্বাচনের আগে এরা সকলেই বিজেপিতে গিয়েছিল, এখন ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে এসেছে। এরা সবাই আমাদের পরিবারের সদস্য।
No comments:
Post a Comment