Breaking

Post Top Ad

Wednesday, July 14, 2021

আধার কার্ড তৈরির জালিয়াতি চক্রের হদিশ,ধৃত ৩

আধার কার্ড তৈরির জালিয়াতি চক্রের হদিশ,ধৃত ৩




শচীন পাল, ঝাড়গ্রাম 


মেডিকেল কলেজে ভর্তির প্রতারণা চক্রের হদিশ পর এবার ফের আধার কার্ড তৈরির জালিয়াতি চক্র কে পাকড়াও করল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার পুলিশ। সোমবার দুপুরে গোপীবল্লভপুরের সারিয়া এলাকার সুমন এন্টারপ্রাইজ থেকে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। 

ধৃতদের কাছ থেকে ল্যাপটপ মোবাইল ফোন সহ আধার কার্ড তৈরির একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, ধৃত ৩ জনের নাম অমরেশ ভূঁইয়া,সমির রানা, সুমন সাহু। আসামের একটি আইডি থেকে ভুয়ো আধার কার্ড তৈরি করা হতো বলে জানা গেছে। 

সূত্রের খবর, এদিন তিনজনকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাদের ৩ দিনের পুলিশ হেফাজতের রাখার নির্দেশ দিয়েছেন।

 শুধু ঝাড়গ্রাম জেলায় নয় রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ভুয়ো আধার চক্র কাজ করছে বলে খবর ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages