Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 14, 2021

অন্তর্জাল মাধ্যমে পঠন-পাঠন নিয়ে ওয়েবিনার

অন্তর্জাল মাধ্যমে পঠন-পাঠন নিয়ে ওয়েবিনার

Webinars


কাকলি মজুমদার , শিলিগুড়ি: 

প্রগতি কলেজ অফ্ এডুকেশন(বি. এড ও ডি এল এড) শিলিগুড়ি ভার্চুয়াল লার্নিং এর উপর আজ একটি ওয়েবিনারের আয়োজন করেন। ওয়েবিনারের বিষয় ছিল Virtual learning and Assessment :Identifying and addressing mental Health of Students. আহ্বায়ক ছিলেন কলেজের অধ্যাপিকা মীনাক্ষী কুমারী এবং সহকারী অধ্যাপিকা সোমা মৈত্র এবং প্রতীক্ষা দেওয়ান।



ওয়েবিনারের আমন্ত্রিত বক্তা ছিলেন ডঃ পবনবীর কৌর এবং গবেষক তোয়েবা খাতুন। বর্তমান করোনা কালীন পরিস্থিতিতে পঠনপাঠন যখন সম্পূর্ণ ভাবে অন্তর্জাল মাধ্যমের উপর নির্ভরশীল হয়ে পড়েছে তখন এর কিছু সুবিধার দিক ছাড়াও বেশকিছু সমস্যার দিক ও আছে। শিক্ষার্থীরা বিভিন্ন রকম মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। এইসমস্ত বিষয় নিয়েই আজকের ওয়েবিনারের সমস্যাগুলোর চিহ্নিতকরন এবং তার সমাধান সম্পর্কে দিকনির্দেশ করা হয়।



 শিক্ষার্থীর মানসিক বিকাশে এ ধরনের আলোচনা তথা ওয়েবিনারের আয়োজন অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রগতি কলেজ অফ্ এডুকেশনে এধরনের উপযোগী ওয়েবিনারের আয়োজনের উদ্যোগ ভবিষ্যতে আয়োজনের আরো উদ্যোগ গ্রহণ করবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages