পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, গোপীবল্লভপুরে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান-বিক্ষোভ
শচীন পাল, ঝাড়গ্রাম:-
বিভিন্ন সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ নানা ইস্যুতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। এবার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ।
বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে গোপীবল্লভপুর ২ নং ব্লকের শিবানন্দপুর পেট্রোলপাম্পে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ২ নং ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কৃশানু বাগ। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল। ছাত্রনেতা সান্তনু পালুই সহ অন্যান্য নেতৃত্ব।
No comments:
Post a Comment