Latest Bengali News Portal

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, July 9, 2021

করোনা কালে বন্ধ ছিল স্কুল, চুরি হল চারটি কম্পিউটার এবং একটি প্রিন্টার মেশিন, তদন্তে পুলিশ

করোনা কালে বন্ধ ছিল স্কুল, চুরি হল চারটি কম্পিউটার এবং একটি প্রিন্টার মেশিন, তদন্তে পুলিশ




শচীন পাল,ঝাড়গ্রাম:-


গোপীবল্লভপুরের স্কুলে ঘটল দুঃসাহসিক চুরির ঘটনা।খোয়া গেল স্কুলের চার চারটি কম্পিউটার এবং একটি প্রিন্টার মেশিন।চুরি হওয়া সামগ্রীর বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ্য টাকা। ঘটনাটী গোপীবল্লভপুরের আলমপুর পিড়াশিমূল জুনিয়র হাইস্কুলের। অভিযোগ স্কুলের তালা ভেঙ্গে অফিস ঘর থেকে চারটি কম্পিউটার এবং একটি প্রিন্টার মেশিন নিয়ে অন্য একটি তালা লাগিয়ে দিয়েছিল চোরেরা। 


স্কুলের প্রধান শিক্ষক গৌরীশঙ্কর জানা জানান, করোনা অতিমারির কারণে স্কুল বন্ধ থাকে সরকারি নির্দেশ মতো। কিন্তু জুন মাসের ৬ তারিখ মিডডে মিলের সামগ্রী দেওয়ার সময় সবকিছু ঠিক ছিল। পরবর্তী সময়ে জুলাই মাসের জন্য ছাত্রছাত্রীদের মিড ডে মিলের সামগ্রী বৃহস্পতিবার দিতে এলে দেখা যায় স্কুলের তালা খুলছে না।তখন বুঝা যায় স্কুলের অফিস ঘরে লাগানো তালাটি স্কুল কর্তৃপক্ষের নয়।তখন শিক্ষকরা আলমপুর গ্রামের সাধারণ মানুষ এবং স্কুল পরিচালনা সমিতির সভাপতি সুধীর আচার্য এবং সম্পাদক অবনী ওঝাকে ডাকেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গোপীবল্লভপুর থানায়।পরে পুলিশের উপস্থিতিতে তালা ভাঙ্গলে দেখা যায় স্কুলের চারটি কম্পিউটার যেমন নেই তেমন আলমারির ভেতর থাকা একটি প্রিন্টার মেশিনও নেই।



ঘটনার খবর ছড়িয়ে পড়তে একপ্রকার চাঞ্চল্য ছড়ায় আলমপুর, পিড়াশিমূল গ্রামে। এবিষয়ে আলমপুর পিড়াশিমূল জুনিয়র হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি সুধীর আচার্য বলেন, এলাকায় এধরনের চুরি সাধারণত হয় না।তাই চুরিটা নিয়ে যথেষ্ট চিন্তিত আমরা।তবে চুরির কিনারা করতে গোপীবল্লভপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages